Saturday, January 25, 2025
বাড়িখবরবাণিজ্যনিউজ এন ই বাংলা এবং শ্যাম সুন্দর কোং এর যৌথ উদ্যোগে রাজ্যে...

নিউজ এন ই বাংলা এবং শ্যাম সুন্দর কোং এর যৌথ উদ্যোগে রাজ্যে প্রথমবারের মত অনুষ্ঠিত হল বেবি ম্যারাথন

রবিবার ছুটির দিনে রাজ্যে প্রথমবারের মত নিউজ এন ই বাংলা এবং শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল বেবি ম্যারাথন। এদিনের ম্যারাথনটি অনুষ্ঠিত হয় রাজধানী আগরতলা নজরুল কলাক্ষেত্রে। এদিনের এই ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের কর্নধার রুপক সাহা এবং নিউজ এন ই বাংলা ওয়েব পোর্টালের কর্ণধার সন্তোষ গোপসহ আরো অনেকে। এদিনের ম্যারাথনটি মোট ৪টি গ্ৰুপে অনুষ্ঠিত হয় গ্রূপ – এ তে ৮ মাস থেকে ১৪ মাস পর্যন্ত বেবিরা হামাগুড়ি দেয়। গ্রুপ বি তে দেড় থেকে আড়াই বছর শিশুদের নিয়ে ৫, ০০০ সেন্টিমিটার রান। গ্রুপ সি তে আড়াই থেকে সাড়ে তিন বছর এবং গ্রুপ ডি বিভাগে সাড়ে তিন বছর থেকে ৫ বছর পর্যন্ত ১০০০০ সেন্টিমিটার রানে অংশ নেন শিশুরা। এদিনের এই বেবি ম্যারাথন নিয়ে সংবাদ মাধ্যমের সামনে রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায় বলেন বেবী ম্যারাথন রাজ্যে এই প্রথম। বিষয়টি একটি মনোরঞ্জনমূলক প্রতিযোগিতা। নিত্য নতুন এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। প্রত্যেক গ্রুপে পুরস্কার হিসেবে ছিল রিয়েল গোল্ড মেডেল, সিলভার মেডেল এবং ব্রোঞ্জ মেডেল। এছাড়া প্রত্যেক অংশগ্রহণকারীকে ট্রফি এবং সার্টিফিকেট দেওয়া হয়। এদিনের এই ম্যারাথনে অংশ নেওয়া বাচ্চাদের পাশাপাশি অভিভাবকদের মধ্যেও উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

18 + two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য