Tuesday, January 28, 2025
বাড়িখবরবাণিজ্যআনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে লাকি ড্রয়ের মাধ্যমে বাছাইকৃত বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া...

আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে লাকি ড্রয়ের মাধ্যমে বাছাইকৃত বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হল শুক্রবার

শুক্রবার অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর অক্ষয় তৃতীয়ার মেগা ড্র পুরস্কার বিতরণ অনুষ্ঠান। গত ২২ জুন, ২০২৪ অক্ষয় তৃতীয়ার উৎসবের ভাগ্যবান বিজয়ীদের বাছা হয়েছিল লাকি ড্রয়ের মাধ্যমে। সেই ৪-জন ভাগ্যবান বিজয়ীদের এই অনুষ্ঠানে মেগা ড্র পুরস্কার ৪টি স্ক্যুটি তুলে দেওয়া হয়।

ভাগ্যবান বিজয়ীরা হলেন
শ্রী দুলাল ভৌমিক (কুপন K1737)
শ্রীমতী সাইমা দেববর্মা (কুপন I 1191)
শ্রী সাগর দেবনাথ (কুপন I 1775)
শ্রীমতী চন্দ্রিমা চক্রবর্তী (কুপন A1556) |

এদিন শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর অর্পিতা সাহা সকল ভাগ্যবান বিজয়ীদের শুভেচ্ছা জানান এবং অক্ষয় তৃতীয়া উৎসবে পাশে থাকার জন্য সমস্ত রাজ্যবাসীকে ধন্যবাদ জানান ই শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের আর এক ডিরেক্টর রূপক সাহা বলেন, “ভাগ্যবান বিজয়ীদের হাতে স্ক্যুটি গুলি তুলে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। একইসঙ্গে বিজয়ীদের আরো সৌভাগ্য কামনা করছি। ত্রিপুরা এবং কলকাতা জুড়ে এই প্রতিষ্ঠানের গ্রাহক-বন্ধুদের ধন্যবাদ জানাতে আমরাএই উদ্যোগ নিয়েছি। কারণ, গ্রাহক বন্ধুরা যেভাবে এই উৎসবের এই বিশেষ আয়োজনে সাড়া দিয়েছেন, অংশ নিয়েছেন তা এক কথায় অভূতপূর্ব। একইসঙ্গে এই প্রতিষ্ঠানের তরফে আমরা ফের আশ্বস্ত করছি আগামী দিনে ভালো পরিষেবা, গুণগতমান আর ন্যায্য মূল্য হিসেবে গ্রাহক বন্ধুদের প্রত্যাশা পূরণ করার জন্য আমরা সবসময় তাঁদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ থাকবো।” তাছাড়া বিজয়ীদের মতে পুরস্কার হিসেবে লাকি ড্র তে জেতা স্কুটিগুলি তাদের কাছে বিশেষ আনন্দ আর একরাশ খুশি বয়ে নিয়ে এসেছে। প্রত্যেকের কথাতে তাদের আনন্দ ও শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের উন্নত পরিসেবা ও চমকে ভরা আয়োজনের কথা বার বার উঠে এসেছে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two + 15 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য