Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদকথা রেখেছেন বর্তমান সরকার, খুশি এলাকাবাসি সর্ব মোট ৫৮ লক্ষ টাকা ব্যয়ে...

কথা রেখেছেন বর্তমান সরকার, খুশি এলাকাবাসি সর্ব মোট ৫৮ লক্ষ টাকা ব্যয়ে বাহারি রঙের পেপার টাইলসে নির্মিত হলো গ্রামবাসীদের যাতায়াতের মূল রাস্তা

উন্নয়নের আরো এক নতুন পালকে সংযুক্ত তেলিয়ামুড়া ব্লক এর মডেল গ্রাম পঞ্চায়েত বিবেকানন্দ নগর গ্রামপঞ্চায়েত। উল্লেখ্য, বাম আমল থেকে দীর্ঘ ১০ বছর যাবৎ চরম ভগ্ন দশা ও মরণ ফাঁদে পরিণত হয়ে রয়েছিল তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত বিবেকানন্দ নগর গ্রাম পঞ্চায়েতের অধীন তুই সিন্দ্রাই বাড়ি বাজার এলাকা থেকে তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে যাতায়াতের গ্রামীণ এলাকার মূল রাস্তাটি । বিগত বাম আমলে তথাকথিত বিবেকানন্দ নগর গ্রাম পঞ্চায়েতের সকল গ্রামবাসীরা একত্রে যাতায়াতের এই মূল রাস্তাটির সংস্কার সাধনের জন্য বারংবার মৌখিক ও লিখিত অভিযোগ আকারে বাম নেতা নেত্রীদের হাতে ধরিয়ে ও দরজায় দরজায় কড়া নাড়লেও কোন রকম কর্ণপাত করেন নি তৎকালীন বাম নেতা আমলারা । শুধুমাত্র প্রতিশ্রুতি’র একটি ঝুলি হাতে ধরিয়ে দেওয়া হয়েছিল । আর ওই সময় থেকেই এক প্রকার ক্ষোভে ফুঁসে রয়েছিল বিবেকানন্দ নগর গ্রাম পঞ্চায়েতের সকল গ্রামবাসীরা । এই বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের অধীন মোট ৩,৫০০ টি পরিবারের স্থায়ী বসবাস । আর তৎসঙ্গে এই রাস্তাটিই ছিল তাঁদের যাতায়াতের মূল মাধ্যম । ফলে এই রাস্তা দিয়ে বিদ্যালয়ের ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে থেকে শুরু করে স্থায়ী গ্রামবাসীদের নিত্য চলাচল করতে গিয়ে মৃত্যু’কে এক প্রকার সাথে নিয়েই তাদের যাতায়াত করতে হতো তৎকালীন সময়ে । বারংবার অভিযোগ পাওয়া সত্ত্বেও এই চরম সমস্যার কোন রকম সমাধান বার করে নি বাম নেতৃত্বরা । পরবর্তীতে ২০১৮ সালে রাজ্যে পালা বদলের পর গ্রামবাসীরা ফের একবার পঞ্চায়েতে গিয়ে আর্জি জানায় অতি শীঘ্রই যেন গ্রামবাসীদের যাতায়াতের এই মূল রাস্তাটি দ্রুত সংস্কার সাধন করা হয় । সেই মোতাবেক বিগত দিনে বিধায়ক কল্যাণী রায় সহ গ্রাম প্রধান নির্মল সূত্রধর কর্তৃক প্রতিশ্রুতিও দেওয়া হয় খুব তাড়াতাড়ি গ্রামবাসীদের এই সমস্যার সুরাহার পথ বের করবে সরকার । সেই মোতাবেক রাজ্যে পালা বদলের ৪ বছর পর অবশেষে কথা দিয়ে কথা রাখলেন তারা। বাহারী রঙের পেপার টাইলস দিয়ে দীর্ঘ পুরো ২ কিলোমিটার রাস্তা নতুন রূপে সাজিয়ে তুলা হয় । শুধু তাই নয়, রাতের আঁধারে চলাচল করার জন্য স্থানীয় গ্রামবাসীদের সুবিধার্থে এই রাস্তাটির দু-ধারে মোট ৫০ টি সোলার সিস্টেম ল্যামপোস্টও বসানো হয় । বর্তমানে এখন স্থানীয় গ্রামবাসী থেকে শুরু করে পথ চলতি সাধারণ মানুষ সহ এলাকা বাসি সকলে আপ্লুত। বিবেকানন্দ নগর গ্রাম পঞ্চায়েতের দীর্ঘ বছরের সমস্যা যাতায়াতের মূল রাস্তাটির দ্রুত সংস্কার সাধন ও সমাধানের জন্য ।এই এলাকাকে সাজিয়ে তুলতে নানাবিধ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।সমস্ত নাগরিক পরিষেবা এলাকার মানুষের কাছে পৌঁছে দিতে আপ্রাণ চেষ্টা করছে জনপ্রতিনিধিরা সহ প্রশাসন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

six + 16 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য