Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যবর্তমান সরকারের আমলে ছাত্র-ছাত্রীরা পাচ্ছে না স্টাইপেন্ড থেকে শুরু করে অন্যান্য সুযোগ-সুবিধা...

বর্তমান সরকারের আমলে ছাত্র-ছাত্রীরা পাচ্ছে না স্টাইপেন্ড থেকে শুরু করে অন্যান্য সুযোগ-সুবিধা সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এমনটাই অভিযোগ উপজাতি ছাত্র সংগঠনে

সোমবার আগরতলার ছাএ যুব ভবনে টি এস ইউ এর পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়, সাংবাদিক সম্মেলনে উপস্তিত ছিলেন এস এফ আই এর সম্পাদক, সন্দীপন দেব, টি এস ইউ কেন্দ্রীয় কমিটির সভাপতি নেতাজী দেববমা, সম্পাদক, সুজিত দেববমা, যুগ্ম সম্পাদক বয়ার দেববমা, সহ অন্যান রা এই দিন সাংবাদিক সম্মেলনে টি এস ইউ সম্পাদক সুজিত দেববমা বলেন, কনভেনশন এর মধ্যেমে যে সমস্ত বিষয় গুলো উঠেছে তার মধ্যে হলো স্কুল গুলিতে শিক্ষক এর অভাব আবার তারা আন্দোলন করতে গেলে তাদেরকে শাসক দলের পক্ষ থেকে উঠিয়ে দেওয়া হয়। পাশাপাশি তিনি আরো বলেন বাম আমলে ছাএ ছাএী রা স্টাইপেন্ড, পেতো কিন্তু বিজেপি ও আই পি এফ টি সরকারের আমলে তা আনেক বাদ দেওয়া হয়েছে। এই দিন তিনি আরো বলেন বিগত চার বছরে গনতন্ত্র নেই বললেই চলে কারন রাজ্যের কলেজ গুলোতে এখনো নিবাচন করা হয়নি কলেজ পড়ুয়া ছাএ ছাএী দের দাবিকে মানছে না, আর এই সব নিয়ে এস এফ আই ওটি এস ইউ এর পক্ষ থেকে আন্দোলন করে আসছে। রাজ্যের শিক্ষামন্ত্রী বার বার বলছেন চাকরির জন্য কোন যোজ্ঞ ব্ব্যক্তি নেই কিন্তু বেকার রা শিক্ষা মন্ত্রির বাড়ি গ্রেরাও করছে চাকরির জন্য। আগরতলার টাউন হলে যেই কনভেনশন হয়েছে তা সাফল্য হয়েছে বলে জানান সাংবাদিক সম্মেলনে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twenty − 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য