Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যতৃতীয় দিনেও জারি রইল প্রদেশ যুব কংগ্রেসের গণবস্থান কর্মসূচি

তৃতীয় দিনেও জারি রইল প্রদেশ যুব কংগ্রেসের গণবস্থান কর্মসূচি

বেকার যুবকদের কর্মসংস্থান সহ বিভিন্ন দাবিতে প্রদেশ যুব কংগ্রেসের গণ অবস্থান অব্যাহত। আগরতলা সিটি সেন্টারের সামনে ৭২ ঘন্টার এই গণ অবস্থানের শেষ দিনে উপস্থিত ছিলেন রাজ্য যুব কংগ্রেস নেতৃত্বরা।এই দিন সংবাদমাধ্যম এর মুখোমুখি হয়ে রাজ্য যুবনেতা মনির হোসেন বলেন রাজ্য যুব কংগ্রেসের ডাকে ৭২ ঘন্টার বেপি ১১ দফা দাবি নিয়ে তিন দিনের যে গন অবস্থান মানুষের কাছ থেকে যে স্বতঃস্ফূর্ত তা পেয়েছে পথ চলতি মানুষ রিস্কা শ্রমিক অটোশ্রমিক, ব্যবসায়ীরা যে উৎসাহ যোগান দিয়েছে তাতে যুব কংগ্রেস আশাবাদী এ রাজ্যের মানুষ যথেষ্ট সমর্থন যুগিয়েছে,যুব কংগ্রেসের গণধনা গনঅবস্তান নয় এটা এ রাজ্যের আকামোর প্রত্যেকটা অংশের যুবক-যুবতীদের লড়াই এই লড়াই অধিকার আদায়ের লড়াই যুব কংগ্রেস এর পক্ষ থেকে এই রাজ্যের সমস্ত যুবক-যুবতীদের আহ্বান করেন যুব কংগ্রেসর এই লড়াইএ হাতে হাত মিলিয়ে কাধে কাধ মিলিয়ে এগিয়ে নিয়ে যাবে পাশাপাশি এই রাজ্যের দাম্ভিক যে সরকার বেকার দের প্রতিশ্রতি দিয়েছিলো সরকারি চাকুরী দেওয়া হবে মিসড কলে চাকুরী দেওয়া হবে তা আসলে ঝুমলাববাজি প্রতিশ্রুতি বলে জানান তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

18 + two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য