রাজ্য যুব কংগ্রেসের পক্ষ থেকে ১১ দফা দাবি নিয়ে আগরতলার সিটি সেন্টারের সামনে ৭২ ঘন্টার গনস্থানে বসেন মঙ্গলবার দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া যুব কংগ্রেসের সহ-সভাপতি আশুতোষ চ্যাটার্জি তিনি সংবাদমাধ্যম এর মুখোমুখি হয়ে বলেন টেট ওয়ান ও টেট টু তাদের কোন ব্যবস্থা করেনি রাজ্য সরকার জে আর বি টি ফল প্রকাশ করা হয়নি, ১০৩২৩ শিক্ষক দের সমস্যা এখনো পূরন করতে পারছে না রাজ্যে বেকার এর সংখ্যা ক্রমাগত বেড়েই চলছে। রাজ্যের সরকার প্রতিশ্রতি দিয়েছিলো বছরে ৫০,০০০ হাজার বেকার যুবক যুবতীদের চাকুরী দিবে কিন্তু তা করেন নি তাই রাজ্যের বেকার দের স্বার্থে যুব কংগ্রেস এই গনবস্থানে শামিল হয়েছেন পাশাপাশি তিনি আরো বলেন জিনিস পএের দাম বাড়ছে তাতে করে জীবন জীবিকা চালানো বড় দায় হয়ে দাড়িয়েছে সেই জায়গা থেকে যুব কংগ্রেস বেকার দের সমস্যা দূরীকরণের জন্য আন্দোলনের ময়দানে থেকে এিপুরা রাজ্যের জনগন কে মুক্তির পথ দেখাবে বলে জানান তিনি।



