রবিবার রাজধানী আগরতলার ৭ রামনগরের বিধায়ক সুরজিৎ দত্তের বাসভবনে বিজেপি দলের কার্যকারিনি বৈঠক করা হয় হয়।উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক কিশোর বর্মন, বিধায়ক সুরজিৎ দত্ত,পৌরনিগম এর মেয়র দীপক মজুমদার সহ দলের অন্যান্য নেতৃত্বরা দলীল পতাকা উত্তোলন এর মধ্যে দিয়ে কার্যকারিনি বৈঠক এর সূচনা করেন। কেন্দ্রীয় কার্যকরণী বৈঠকের পর রাজ্য ও কার্যকরণী বৈঠক হয়ে গিয়েছে তারপর জেলা স্তর ত্রিপুরা রাজ্যের সমস্ত মন্ডল স্তরে কার্যকরণী বৈঠক চলছে। এই কার্যকরণী বৈঠকের মধ্য দিয়ে বর্তমানে দলের অবস্থা কি এবং দলীয় সংগঠনকে আরো মজবুত করে আগামী ২০২৩ বিধানসভা নির্বাচনে লড়াই করার জন্য দলকে আরো শক্তিশালী করার লক্ষ্যেই এবং কার্যকর্তাদেরকে মনোবল বৃদ্ধি করার লোককে কার্যকরণী বৈঠক করা হচ্ছে বলে জানান প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক কিশোর বর্মন।
.



