শনিবার আগরতলার উমাকান্ত বাংলা মিডিয়াম স্কুলে শিক্ষক বদলি কে কেন্দ্র করে রাস্তা অবরোধ করে অভিভাবকরা স্কুলের সামনে। উমাকান্ত বাংলা মিডিয়াম স্কুলের শিক্ষক ঝলক স্যার ছাএ দেরকে ভালোভাবে দেখশন করার পাশাপাশি তাদেরকে শিক্ষকতার পাঠ ও ভালো ভাবে দিয়ে থাকেন তাই এই শিক্ষক এর বদলি কিছুতেই মেনে নিতে পারছেন না স্কুলের ছাএ সহ অভিবাবকরা তাই শিক্ষকের বদলি রুখতে রাস্তা অবরোধের পাশাপাশি শিক্ষা ভবনে গিয়ে ছাএ সহ অভিবাবকরা ডেপুটেশন প্রদান করেন বিদ্যালয় শিক্ষা অধিকর্তার নিকট এই দিন তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন উমাকান্ত বাংলা মিডিয়াম এর শিক্ষক ঝলক স্যার কে বদলি করা যাবে না তাই বিদ্যালয় শিক্ষা দপ্তর কে ১০ দিনের সময়সীমা বেধে দিয়েছেন আগামী দিনে তারা রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ এর সাথে দেখা করবেন বলে জানান।



