খোয়াই জেলার আওতাধীন তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের অধীন মোহরছড়া উপস্বাস্থ্যকেন্দ্রের উত্তর পাড়া এলাকায় গত ৩ জুন কোভিড -১৯ টিকা প্রদান করা হয় । এদিন উক্ত এলাকায় বাড়ি বাড়ি পরিদর্শনের মাধ্যমে স্বাস্থ্যকর্মীরা ১২ উধু মোট ২২ জনকে কোভিড -১৯ টিকা প্রদান করেন । এর মধ্যে ১২ উর্দু মোট ১০ জনকে , ১৮ উর্দূ আট জনকে , ৪৫ উর্দু এক জনকে কোভিড টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়া হয় । এছাড়াও ৬০ ঊর্দু তিন জনকে প্রিকশন ডোজ দেওয়া হয় এই টিকাকরণ কর্মসূচিতে স্বাস্থ্যকর্মীরা টিকাকরণের পাশাপাশি সবাইকে এইডস , ডেঙ্গু , ম্যালেরিয়া , ডায়ারিয়া এবং করোনা সংক্রমণ প্রতিরোধে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পরামর্শ প্রদান করেন । উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন এমপিডব্লিও সুব্রত সোম এবং এলাকার আশাকর্মী কেয়া গোপ পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে



