Wednesday, December 24, 2025
বাড়িখবররাজ্যফের শিশু চিকিৎসায় সাফল্য ত্রিপুরা মেডিকেল কলেজের

ফের শিশু চিকিৎসায় সাফল্য ত্রিপুরা মেডিকেল কলেজের

শিশু চিকিৎসায় এখন বহিরাজ্যে যেতে হচ্ছে না। বড় বড় ক্রিটিক্যাল শল্য চিকিৎসা সাফল্যের সঙ্গে এখন রাজ্যেই উপলব্ধ হচ্ছে। গত ২৪ শে নভেম্বর প্রত্যন্ত গ্রাম জম্পুইজলা শঙ্কুমাবাড়ির দুর্গাসিকা কাইপেং এর দশ মাস পাঁচ দিন বয়সী ছেলে বেথেনি কাইপেং তীব্র পেট ব্যথা ও জ্বর নিয়ে ত্রিপুরা মেডিকেল কলেজে ভর্তি হয়। বড় কথা দুর্গাসিকা কাইপেং এর আগের দুটি শিশুর মৃত্যু হয়েছিল। ফলে হয়তো বা এটাই লাস্ট শিশু ছিল। তারা হাসপাতালে এসে ডাক্তারবাবুর কাছে ছেলেকে বাঁচানোর আর্জি নিয়ে কান্নায় ভেঙ্গে পড়ে। ত্রিপুরা মেডিকেল কলেজের শিশু বিশেষজ্ঞ অনিরুদ্ধ বসাক শিশুটিকে পর্যবেক্ষণ করেন এবং কিছু পরীক্ষা শেষে তিনি বুঝতে পারেন শিশুটির হাইড্রো নেফ্রোসিসের লাস্ট স্টেজ। এই রোগের দরুন বাঁ দিকের কিডনি কাজ করছিল না। ফলে কিডনিতে পেচ্ছাপ জমে ফুলে গেছিল। ডাক্তারবাবুর কাছে চ্যালেঞ্জ ছিল কিডনিটাকে রক্ষা করে শিশুটিকে সুস্থ করে তোলা। ডাক্তার অনিরুদ্ধ বসাকসহ অন্যান্য ডাক্তার এবং সিস্টারদের সহায়তায় তিন ঘন্টা অপারেশন করে শিশুটির। বর্তমানে শিশুটি সুস্থ আছে পাশাপাশি দুটো কিডনিই কাজ করছে। ডাক্তার বাবুদের সর্বাত্মক প্রচেষ্টায় শিশুটি সুস্থ হওয়ায় শিশুটির পিতা মাতা তাদেরকে ধন্যবাদ জানায়

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

six + eleven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য