বিশালগড় প্রতিনিধি,শাহিনুর চৌধুরী। ০৫ অক্টোবর। সবুজ বনায়নে পরিনত হয়েছে সিপাহীজলা বিভিন্ন মহকুমা জুড়ে নেশার গাঁজা চাষে।নেশা কারবারিরা অল্প সময়ে অধিক মুনাফা লোভে গাঁজার চাষে আকৃষ্ট।নেশা কারবারিদের অর্থে লোভে আজ যুব সমাজ মরনের দৌঁড়গড়ায় এসে পৌঁছাতে। আবার শুক্রবার গোপন সকাল ১০ ঘটিকায় থেকে ১ ঘটিকায় পর্যন্ত সিপাহীজলা জেলার বিশালগড় থানাধীন খবরের ভিত্তিতে সিপাহীজলা জেলার অন্তগর্ত বিশালগড় থানাধীন পূর্ব চাম্পামুড়া,রাজীব ক্লাব সংলগ্ন এলাকায় বিশালগড় থানার ওসি বিজয় দাসের নেতৃত্ব পুলিশ ও টি এস আর থৌথ অভিযানে মোট ৮/৯ টি প্লটে প্রায় ৫ হাজার গাঁজা গাছ ধ্বংস করা হয়।অভিযান কালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে, বিশালগড় ওসি বিজয় দাস বলেন, নেশা মুক্ত সমাজ গড়তে সর্বদায় অভিযান চলমান থাকবে বলে জানান



