Thursday, November 27, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদনেশাক্ত এিপুরা স্বপ্ন বাস্তবায়নে পুলিশের কঠোর পদক্ষেপ

নেশাক্ত এিপুরা স্বপ্ন বাস্তবায়নে পুলিশের কঠোর পদক্ষেপ

ভবিষ্যৎ প্রতিনিধি,শাহিনুর চৌধুরী। ২৩ নভেম্বর। নেশা মুক্ত এিপুরা গড়ার স্বপ্ন বাস্তবায়নের , এক এিপুরা শ্রেষ্ঠ এিপুরা,নেশা মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার উদ্দেশ্য বাস্তবে রুপদানে, রাজ্যের পুলিশ প্রশাসন কঠোর মনোভাব পদক্ষেপ হাতে নিয়ে নেশার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে, কোমর বেঁধে মাঠে নেমেছে।কোন অবস্থাতে নেশা সাথে যুক্ত, নেশা কারবারিদের বেহাত করা হবে না।রবিবার সিপাহীজলা জেলার অন্তগর্ত বক্সনগর বিধানসভার, উওর কলমচৌড়া সকাল থেকে থানার বর্তমান ভারপ্রাপ্ত আধিকারিক অরুপ দের্বরমার নেতৃত্বে পুলিশ, টি এস আর,বি এস এফের যৌথ অভিযানে রবিবার সকাল ৭ ঘটিকায় থেকে দুপুর ১ ঘটিকায় পর্যন্ত উওর কলমচৌড়া, বড়মুড়া,বাগান বাড়ি,পাষানিয়া বিভিন্ন এলাকায়,একটানা দীর্ঘ ৬ ঘন্টা অভিযানে ২২ টি প্লেটে, প্রায় ২ লক্ষ ৫০ হাজার বেআইনি গাঁজা গাছ ধ্বংস করা হয়।গাঁজা নিধন পুলিশের অভিযান ঠেকাতে শত শত গাঁজা চাষীরা গাঁজা বাগান রক্ষা করা অপ্রান চেষ্টা করে ব্যর্থ হয়।গাঁজা বিরোধী অভিযান কালে থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরুপ দের্বরমা, সাংবাদিকদের মুখোমুখি প্রতিক্রিয়া বলেন,নেশা মুক্ত সমাজ গড়ার লক্ষ্য বাস্তবায়নে আগামীদিনের অভিযান চলবে বলে জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three × one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য