Friday, November 21, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদচড়িলাম বনদপ্তরের অফিসগৃহ থেকে চুরি হওয়া মালামাল সহ চুরের দল আটক

চড়িলাম বনদপ্তরের অফিসগৃহ থেকে চুরি হওয়া মালামাল সহ চুরের দল আটক

বিশালগড় প্রতিনিধি,শাহিনুর চৌধুরী। ২০ নভেম্বর। বিশালগড় মহকুমা আইন শৃঙ্খলার ভিত্তি কতটা মজবুত তা আবার চোখে আঙ্গুল দিয়ে দিল চোরের দল।বার অপরাধ করেও পার পেয়ে যাচ্ছে। প্রতিদিন প্রতিনিয়ত বিশালগড় চুরি,ছিনতাই, নেশার রমরমা বানিজ্য অবাধে চলছে।সাধারণ মানুষ বিশালগড় চলাচলে যেন ভয়ে অস্তিরকর অরাজকতা পরিস্থিতি বিরাজমান। আতঙ্কের উপন্যাসের লেখার কবিদের জানার কৌতূহল মনে অজানা রহস্যময় বিশালগড়।ঘটনার বিবরণে জানা যায়,গতকাল আথাৎ বুধবার বিশালগড় মহকুমার অন্তগর্ত চড়িলাম বনদপ্তরের অফিসগৃহ থেকে সীজকৃত মালামাল চুরি করার সময় চুরি হওয়া মালামাল সহ চারজন চুরের দল অভিজিৎ নম,পিতা মৃত:সন্তুুষ নম: বাড়ী লালটিলা। ছোটন দাস,পিতা:শুভ রঞ্জন দাস, বাড়ী ২ নং গৌতম নগর।রাজু নম: পিতা :নেপাল নম: বাড়ী :২ নং গৌতম নগর।হরিধন দাস,পিতা মৃত:নারায়ণ দাস, বাড়ী: ২ নং গৌতম নগর। বিশালগড় থানা যার মামলার নাম্বার: ১০৬/২৫. উক্ত দায়েরকৃত চুরি মামলার বৃহস্পতিবার চারজন অভিযুক্তকে বিশালগড় আদালতে সোপর্দ করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য