Monday, September 15, 2025
বাড়িখবররাজ্যবাধারঘাটে শাসক দলে ভাঙ্গন ,কংগ্রেসে যোগ দিলেন 50 জন যুবক

বাধারঘাটে শাসক দলে ভাঙ্গন ,কংগ্রেসে যোগ দিলেন 50 জন যুবক

সিপিআইএম এবং শাসক দল বিজেপি ত্যাগ করে কংগ্রেস দলে সামিল হলেন বাধারঘাটের ৫০ জন যুবক। এদিন কংগ্রেস ভবনে দলীয় পতাকা হাতে তুলে দিয়ে তাদের স্বাগত জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ ।এই ঘটনা সদর জেলা যুব কংগ্রেস সহ বাধারঘাট ব্লক কংগ্রেসকে আরো শক্তিশালী করবে বলেই মনে করেন রাজ্য যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা।

শাসক দল বিজেপির প্রতি মোহ ভঙ্গ হতে শুরু করেছে যুবকদের একাংশের।রাজ্যের বিভিন্ন প্রান্তেই ক্ষুব্ধ যুবকরা শাসক দল ত্যাগ করে বিরোধী দলে সামিল হতে শুরু করেছেন ।এমনই একটি ঘটনা শনিবার ঘটলো প্রদেশ কংগ্রেস ভবনে ।এদিন বাধারঘাট বিধানসভা কেন্দ্রের 50 জন যুবক শাসক দল বিজেপি এবং সিপিআইএম ত্যাগ করে কংগ্রেস দলের পতাকা তলে সামিল হয়েছেন ।কংগ্রেস ভবনে নবাগতদের দলে স্বাগত জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। উপস্থিত ছিলেন রাজ্য যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা সহ অন্যান্যরা ।এদিন নবাগতদের স্বাগত জানিয়ে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা বলেন, এই ঘটনা বাধারঘাট ব্লক কংগ্রেস সহ সদর জেলা যুব কংগ্রেসের সংগঠনকে আরো শক্তিশালী করবে।

এদিকে জানা গেছে কিছুদিনের মধ্যেই নয় বনমালীপুর মন্ডল কমিটি এবং ৭ রামনগর মন্ডল কমিটির অধীন কিছু বিজেপি কর্মী সমর্থক শাসক দল ছেড়ে কংগ্রেসের পতাকা তলে সামিল হতে চলছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eleven − 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য