Saturday, August 30, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই যাদব মহাসভার উদ্যোগে পালিত ৫৭ তম শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী ও মেলা...

খোয়াই যাদব মহাসভার উদ্যোগে পালিত ৫৭ তম শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী ও মেলা উপলক্ষে প্রেমমিট।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৪ই আগষ্ট..….প্রতি বছরের ন্যায় এবছর ও খোয়াই যাদব মহাসভার উদ্যোগে পালিত হচ্ছে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন। জন্মাষ্টমী উপলক্ষে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে বিশাল মেলার আয়োজন।একে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে শ্রী শ্রী রাধা কৃষ্ণের মন্দির প্রাঙ্গণে এক প্রসমিটের আয়োজন করা হয় মেলা কমিটির পক্ষ থেকে। উক্ত প্রসমিটে উপস্থিত ছিলেন মেলা কমিটির সভাপতি সমিরন ঘোষ, সম্পাদক রনজিৎ ঘোষ,কার্যকারি কমিটির সভাপতি অসিত বরণ ঘোষ। বৃহস্পতিবার দুপুরে প্রসমিট করতে গিয়ে মেলা কমিটির সভাপতি সমিরন ঘোষ জানান ১৬ আগষ্ট শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত হচ্ছে।একে কেন্দ্র করে শুরু হচ্ছে সাতদিন ব্যাপি শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে জন্মাষ্টমী উপলক্ষে সাতদিন ব্যাপি হতে চলেছে মেলা। এছাড়া এই অনুষ্ঠানকে কেন্দ্র করে গত সাতদিন ধরে চলবে পাঠ কির্তন। এছাড়া জন্মাষ্টমী উপলক্ষে সাতদিন ব্যাপি চলবে বিভিন্ন ধরনের অনুষ্ঠান, সাতদিন ব্যাপি চলবে মন্দির প্রাঙ্গনে নাম কির্তন সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান। এবং এই মেলাকে কেন্দ্র করে কমিটির পক্ষ থেকে বসানো হয়েছে আনন্দ মেলা।এর জন্য মেলা কমিটির পক্ষ থেকে জেলা ও মহকুমা প্রশাসন থেকে অনুমতি নিয়ে এই মেলার আয়োজন করা হয়েছে। পাশাপাশি আরক্ষা প্রশাসনের ও সাহায্য নেওয়া হয়েছে যাতে করে সাতদিন ব্যাপি এই উৎসব এবং মেলা যাতে শুষ্ঠ ভাবে পরিচালনা করতে পারেন।তাই ১৬ই আগষ্ট সন্ধ্যায় উৎভোধন হতে চলেছে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানের। এবং এই দিন অর্থাৎ শনিবার রাত বারোটায় শ্রী কৃষ্ণের জন্মের সময়ে কমিটির উদ্যোগে বাজি পুরানো হবে প্রথাগতভাবে শ্রী কৃষ্ণের জন্মের আনন্দে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

18 − 15 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য