Sunday, August 31, 2025
বাড়িখবররাজ্যশুরু হল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা

শুরু হল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা

সোমবার থেকে শুরু হল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। আজ প্রথম দিনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী শুরু হয়েছে ইংরেজি পরীক্ষার মাধ্যমে । দুপুর ১২টায় শুরু হয়েছে এই পরীক্ষা।

সোমবার রাজ্যের ৬০টি কেন্দ্রের ৯৫টি স্থানে শুরু হয়েছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এ বছরের উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীর সংখ্যা ২১,৫০৬ জন। এদিন রাজধানীর বিজয় কুমার গার্লস স্কুলে পরিদর্শনে যান ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ডা. ধনঞ্জয় গণ চৌধুরী , কোথাও কোন সমস্যা কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটে কিনা সে বিষয়ে ক্ষতিয়ে দেখেন তিনি। এদিন পর্ষদ সভাপতি ডা: ধনঞ্জয় গণ চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আজ থেকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এ বছরের উচ্চ মাধ্যমিক শুরু হয়েছে। এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা খবর পাওয়া যায়নি।

এছাড়া এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা নিজ সামাজিক মাধ্যমে বোর্ড পরীক্ষায় অবতীৰ্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান । তিনি লিখেছেন, এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই শুভেচ্ছা। ভবিষ্যৎ নির্মাণের এই গুরুত্বপূর্ণ পর্যায়ে সকলের সাফল্য কামনা করি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seven + 9 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য