শারদ উৎসবকে সামনে রেখে নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের অধীন ছয়টি ওয়ার্ডে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করলেন বিজেপি রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ ভট্টাচার্য ।এদিন রামঠাকুর উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বস্ত্র বিতরণের পাশাপাশি ত্রিপুরা গ্রামীণ ব্যাংক আয়োজিত স্বাস্থ্য শিবিরেও উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি।
শারদ উৎসবকে সামনে রেখে রবিবার নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের অধীন ছয়টি ওয়ার্ডে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় ।সবগুলি বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। অনুষ্ঠানগুলিতে উপস্থিত থেকে দুস্থদের হাতে বস্র্র তুলে দেন তিনি ।এই অনুষ্ঠান গুলিতে উপস্থিত ছিলেন বিজেপির নয় বনমালীপুর মন্ডল কমিটির সভাপতি ,স্থানীয় কাউন্সিলর সহ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ ।এদিন এই কর্মসূচি প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি জানান ,উৎসবকে সামনে রেখে নয় বনমালীপুর মন্ডলের উদ্যোগে স্থানীয় কর্পোরেটর এবং নিজের ব্যক্তিগত উদ্যোগে ছয়টি ওয়ার্ডের দুস্থ পরিবারদের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়েছে। উৎসবে যেন সবার মুখে হাসি থাকে সেই লক্ষ্যেই এই ক্ষুদ্র প্রয়াস বলে জানান তিনি। রাজ্য বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ আরো জানান ,বিজেপির মূল লক্ষ্যই হলো মানুষের পাশে থাকা। আর এই লক্ষ্যকে সামনে রেখে মানুষের পাশে থেকে কাজ করে যাবেন তিনি।
এদিন আগরতলা পৌর নিগমের ৩১ নম্বর ওয়ার্ডের অধীন রামঠাকুর উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দুস্থদের মধ্যে বস্ত্র দানের পাশাপাশি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় ।ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করে ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি ।এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় কর্পুরেটর অঞ্জনা দাস ,বিজেপির নয় বনমালীপুর মন্ডল কমিটির সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ।