বাংলাদেশে বসবাসকারী বৌদ্ধ ও হিন্দু ধর্মাবলম্বী জনগণের জীবন ও বিষয় সম্পত্তি রক্ষার্থে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ দাবি করল ত্রিপুরা চাকমা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন । এদিন সংগঠনের উদ্যোগে রাজধানীতে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে প্রতিবাদ মিছিল সংঘটিত করা হয়।
ফের অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকা ।এবার ধর্মীয় মৌলবাদীদের নৃশংস আক্রমণে অনেক আদিবাসীর রক্ত ঝরেছে ।এই সমস্ত ঘটনায় ক্রমশই বৃদ্ধি পাচ্ছে হতাহতের সংখ্যা। ন্যাক্কার জনক এই ঘটনার প্রতিবাদে শনিবার আগরতলায় প্রতিবাদ মিছিল সংঘটিত করেছে ত্রিপুরা চাকমা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। প্রতিবাদ মিছিলটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে ।এদিন এই প্রতিবাদ মিছিলের এক নেতৃত্ব জানান ,বাংলাদেশে চরম অশান্তির পরিবেশ কায়েম হয়েছে ।মৌলবাদীদের আক্রমণের শিকার হচ্ছেন জনজাতি সহ বুদ্ধ ও হিন্দু ধর্মাবলম্বী নিরীহ জনগণ। বুদ্ধ ও হিন্দু ধর্মাবলম্বীদের উপর নির্বিচারে গুলি চালানো হচ্ছে। বাড়ি ঘরে অগ্নিসংযোগ করা হচ্ছে। এই ধরনের আক্রমণ বন্ধে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ দাবি করেন তিনি।
প্রতিবাদ মিছিলটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে ।মিছিল থেকে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর নিন্দা জানানো হয় ।