বাংলাদেশে বুদ্ধ ধর্মাবলম্বী ও দেবালয় গুলির উপর আক্রমণের ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজধানীতে মৌন মিছিল সংঘটিত করল ত্রিপুরা রাজ্য বৌদ্ধ সংঘ। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে মৌন মিছিলটি রাজধানীর বুদ্ধ মন্দির থেকে শুরু হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে।
বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি রাঙ্গামাটিসহ বহু আদিবাসী এলাকায় মৌলবাদীদের তাণ্ডব শুরু হয়েছে নির্বিচারে চলছে সংখ্যালঘুর জাতি উপজাতিদের বাড়িঘরে লুটপাট ভাঙচুর অগ্নিসংযোগ নারী অত্যাচার এর পাশাপাশি বিভিন্ন এলাকায় বুদ্ধ ধর্মের দেবালয়গুলিও ভাঙচুর করা হচ্ছে বুদ্ধ ধর্মাবলম্বীদের উপর আক্রমণ সংঘটিত করা হচ্ছে এই সমস্ত ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ত্রিপুরা রাজ্য বুদ্ধ সংঘ সহিংসতার ঘটনা বন্ধ করে শান্তির পরিবেশ কায়েম করার দাবি জানানো হয়েছে। এই দাবির ভিত্তিতে শনিবার ত্রিপুরা রাজ্য বুদ্ধ সংঘের উদ্যোগে এক মৌন শান্তি মিছিল সংঘটিত করা হয় মৌন মিছিলটি রাজধান ী বেনুবন বিহার তথা বুদ্ধমন্দিরের সামনে থেকে শুরু হয়ে শহরে বিভিন্ন পদ পরিক্রমা করে এদিন ত্রিপুরা রাজ্য বুদ্ধ সংঘের এক ভিক্ষ জানান বাংলাদেশে বুদ্ধ উর্ম হিন্দু ধর্মাবলম্বীদের উপর অবিলম্বে আক্রমণ বন্ধ করা উচিত বুদ্ধ দেবালয়গুলিকে সুরক্ষিত রাখার ব্যবস্থা গ্রহণ করা উচিত এই ঢাবির ভিত্তিতেই তারা এই শান্তি মিছিল সংঘটিত করছেন বলে জানান তিনি।
বুদ্ধ-ভিক্ষদের এই মৌন মিছিলটির শহরের বিভিন্ন পদ পরিক্রমা করে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে সংঘটিত করা হয় এই প্রতিবাদী মিছিল। মৌন মিছিলে বুদ্ধ ধর্মাবলম্বীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।