বিদ্যুৎ যন্ত্রণায় রাস্তা অবরোধে নামলো প্রমীলারা। এই ঘটনা শহরের শিবনগরের পিএনদেব রোডে। বৃহস্পতিবার থেকে এই এলাকায় বিদ্যুৎ নেই। বিদ্যুৎ দপ্তরে ফোন করেও পরিষেবা স্বাভাবিক করতে পারছেন না স্থানীয়রা। বিদ্যুৎ নিগমের অফিসে গেলেও বিদ্যুৎ পরিবাহী তার ঠিক করার কেউ থাকছেন না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে। প্রমীলারা অবরোধে বসে পড়েন। তাদের দাবি, বিদ্যুৎমন্ত্রীকে জবাব দিতে হবে। কি কারণে বিদ্যুৎ অচল হয়ে পড়েছে তার জবাব চান স্থানীয়রা। তাদের দাবি, মন্ত্রীর কৃষ্ণনগরের কদমতলা এলাকার বাড়িতে বিদ্যুৎ কখনও বিচ্ছিন্ন হয় না। প্রচন্ড গরমে বিদ্যুৎ না থাকায় পিএনদেব রোডের বাসিন্দারা বিক্ষুব্ধ হয়ে উঠেন। শিরনগরে পিএনদেব রোডে স্থানীয়রা রাএিতে রাস্তায় বসে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কলেজটিলা ফাঁড়ির ওসি শ্যামল দেবনাথ। তিনি পরিস্থিতি স্বাভাবিক আনতে চেষ্টা করেন। পরে স্থানীয় রাষ্ট্রবাদীদের পরামর্শে রাস্তা অবরোধ মুক্ত করেন প্রমীলা বাহিনী। তাদের দাবি, এদিনের মধ্যেই বাড়িতে বিদ্যুৎ সংযোগদিতে হবে।-