Thursday, July 3, 2025
বাড়িখবরখেলাটানা দ্বিতীয় ম্যাচে জয় ব্লাডের

টানা দ্বিতীয় ম্যাচে জয় ব্লাডের

‘‌শ্যাম সুন্দর কোং জুয়েলার্স’‌ আয়োজিত চন্দ্র মেমোরিযাল লিগ ফুটবলে সোমবারের প্রথম ম্যাচে জয় পেলো ব্লাডমাউথ ক্লাব। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্টিত ম্যাচে তারা ২-‌০ গোলে হারিয়ে দিলো ফরোয়ার্ড ক্লাবকে। খেলা শুরুর ৫ মিনিটেই বিজয়ী দলকে ১-‌০ তে এগিয়ে দেয় চীরঞ্জন সিং। এগিয়ে যাওয়ার পর ব্লাডমাউথ ভালো ফুটবল খেলতে থাকে। একের পর একে আক্রমণ করতে থাকে ফরোয়ার্ঢের বক্সে। এরই মধ্যে ৩৭ মিনিটে কাউন্টার অ্যাটাকে গিয়ে ফরোয়ার্ড ক্লাবের লিপামখাম ডান পায়ে যে শট নেন ঝাপিয়ে রক্ষা করে ব্লাডমাউথের গোলরক্ষক সুরজ সিং। নিশ্চিত গোল হজম থেকে দলকে রক্ষা করেন তিনি। প্রথমার্ধে ১-‌০ গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে ব্লাডমাউথ ক্লাব। দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণের গতি বাড়ায় বিজয়ী দল। ওই অর্ধের ১১ মিনিটে সুকান্ত জমাতিয়া গোল করে ব্যবধান বাড়িয়ে কমলা-‌কালো দলের পক্ষে ২-‌০ করে। পিছিয়ে থেকে ফরোযার্ড ক্লাব গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে। একদিকে ব্লাড মাউথের গোলরক্ষক সুরজ এবং অপরদিকে ফরোয়ার্ডের ফুটবলারদের ভুল পাসের জন্য ব্যবধান কমাতে পারেনি তারা। ব্লাডমাউথের জিষ্ণু মাঝমাঠে এদিনও ভালো ফুটবল খেলে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। রোফারি সত্যজিৎ দেবরায় এদিন একটি হলুদ কার্ড দেখান। ওই জয়ের ফলে দু ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে ব্লাডমাউথ ক্লাব।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য