Thursday, December 5, 2024
বাড়িখবরখেলানিজেদের দ্বিতীয় ম্যাচে রামকৃষ্ণ কে হারিয়ে পুরো পয়েন্ট তুলে নিল নাইন বুলেটস

নিজেদের দ্বিতীয় ম্যাচে রামকৃষ্ণ কে হারিয়ে পুরো পয়েন্ট তুলে নিল নাইন বুলেটস

ক্রীড়া প্রতিনিধি

রামকৃষ্ণকে হারিয়ে প্রথম ম্যাচে পরাজয়ের জ্বালা ভুললো নাইন বুলেটস ক্লাব। সোমবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নাইন বুলেটস ক্লাব ৩-০ গোলে হারিয়ে দিল রামকৃষ্ণ ক্লাবকে। বিজয়ী দলের পক্ষে লাল রিন টুলুঙ্গা ২ টি এবং শিবা দেববর্মা একটি গোল করেন। ম্যাচে যোগ্যদল হিসেবেই পুরো তিন পয়েন্ট নিয়ে ঘরে ফিরল নাইন বুলেটস ক্লাব। ম্যাচের শুরু থেকেই রামকৃষ্ণের বিরুদ্ধে ভালো ফুটবল খেলতে থাকে কর্ণেন্দু দেববর্মার ছেলেরা। প্রথমার্ধে নিজেদের সারাটা দিতে না পারলেও দ্বিতীয়ার্ধে ভাগ্য গড়ে নেয় নাইন বুলেটস। প্রথমার্ধের শুরু থেকেই শিবা, রাজীব সাধন, লাল রোয়াত লিরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু গোলের মুখ খুলতে পারেননি তাঁরা। টুলুঙ্গা ও পাওয়ার সুযোগের সঠিক ব্যবহার করতে পারেননি। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই রামকৃষ্ণের মাঝ মাঠের দুর্বলতাকে কাজে লাগিয়ে মাঝমাঠ দখল নেয় নাইন বুলেটসের ফুটবলাররা। রাজীব সাধন, শিবা-‌রা মাঝ মাঠ থেকেই বল বাড়াতে থাকে টুলুঙ্গার জন্য। প্রথম গোলটি পায় দ্বিতী‌য়ার্ধের ১৮ মিনিটে। মাঝ মাঠ থেকে রাজীব সাধনের বাড়ানো বল ধরে বিপক্ষের বক্সে গিয়ে ডান পায়ের প্লেসিংয়ে গোল করেন টুলুঙ্গা । ১-‌০ তে এগিয়ে যায় বুলেটস। দ্বিতীয় গোলটি আসে ৩২ মিনিটে। দলের এবং নিজের দ্বিতীয় গোলটি করেন টুলুঙ্গা। এরই মাঝে বিক্ষিপ্ত কয়েকটি আক্রমণ করে রামকৃষ্ণ। কিন্তু গোলের দেখা মেলেনি। প্রতি আক্রমণে গিয়ে মাঠের বাঁদিকের কর্নার বরাবর থেকে টুলুঙ্গা যে উঁচু সেন্টার করেন তা বিপক্ষের জালে পাঠান শিবা দেববর্মা। শেষ পর্যন্ত ৩-‌০ গোলে জয় পেয়ে মাঠ ছাড়েন টুলুঙ্গারা। রেফারি আদিত্য দেববর্মা চারটি হলুদ কার্ড দেখান। ম্যাচের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন বুলেটসের লাল রিন টুলুঙ্গা। এদিকে এই ম্যাচের জয় কিছুটা হলেও স্বস্তি দিল বুলেটস শিবিরে। কারণ প্রথম ম্যাচে তারা হেরে গিয়েছিল শক্তিশালী এগিয়ে চলো সংঘের কাছে। ২-‌১ গোলে পরাজয়ের জ্বালা ভুলতে এই ম্যাচে জয় ছিল প্রয়োজন। ম্যাচে পুরো পয়েন্ট পাওয়ায় পরবর্তী ম্যাচগুলিতে অনেকটা মানসিক শক্তি নিয়েই লড়াই করতে নামবে এবারের টুর্নামেন্টে চ্যাম্পিয়নের অন্যতম দাবিদার নাইট বুলেটস ক্লাব।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fourteen + three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য