Saturday, December 21, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদপশ্চিমবঙ্গের আর জি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে তেলিয়ামুড়া শুভচিন্তক মহলের মৌন মিছিল

পশ্চিমবঙ্গের আর জি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে তেলিয়ামুড়া শুভচিন্তক মহলের মৌন মিছিল

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ
পশ্চিমবঙ্গের আর জি কর হাসপাতালে একজন মহিলা ডাক্তারের উপর সংগঠিত বর্বরতম ধর্ষণ পরিশেষে নির্মম ভাবে হত্যার প্রতিবাদে মৌন মিছিল সংঘটিত করে তেলিয়ামুড়ার শুভচিন্তক মহল। রবিরার সন্ধ্যায় তেলিয়ামুড়া রাম ঠাকুর সেবা মন্দিরের প্রাঙ্গণ হইতে শুরু হয় এই মৌন মিছিল। তেলিয়ামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে অম্পি চৌমুহুনিতে এসে সমাপ্তি হয় এই মৌন মিছিল সমাপ্ত হয়। এই মৌন মিছিলে তেলিয়ামুড়ার বিভিন্ন মহলের মানুষ কে সামিল হতে দেখা যায়। বিশেষ করে শিক্ষক শিক্ষিকা, প্রাক্তন শিক্ষক শিক্ষিকা, ডাক্তার, গৃহিনি, ছাত্র ছাত্রী, বিভিন্ন এন জি ও, বিভিন্ন আশ্রমের দ্বায়িত্ব প্রাপ্ত সদস্য,বিভিন্ন জন প্রতিনিধি, সাংবাদিক সহ অন্যান্যরাও অংশ নেন এই প্রতিবাদ মূলক মৌন মিছিলে।কোন রাজনৈতিক বেনারে না থেকে সকল অংশের মানুষকে এই প্রতিবাদে সামিল হতে দেখা যায় এদিন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

13 − 8 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য