Friday, December 27, 2024
বাড়িখবররাজ্যরুটিন মাফিক তল্লাশিতে নেমে গোপন সূত্রের ভিত্তিতে রেলস্টেশন থেকে রেল পুলিশ গাঁজাসসহ...

রুটিন মাফিক তল্লাশিতে নেমে গোপন সূত্রের ভিত্তিতে রেলস্টেশন থেকে রেল পুলিশ গাঁজাসসহ আটক করে দুই গাঁজা পাচারকারীকে

বহিঃরাজ্যে গাঁজা পাচার করার সময় ফের আটক দুই নেশা কারবারি। তাদের কাছ থেকে উদ্ধার হয় ২৮ কেজি শুকনো গাঁজা। আগরতলা সরকারি রেল থানার ওসি তাপস দাস জানান গোপন খবরের ভিত্তিতে আর পি এফ ও জি আর পি থানার পুলিস মঙ্গলবার আগরতলা রেলস্টেশনে উত পেতে বসেছিল। তখনই দুই জনকে আটক করে। তাদের কাছে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় গাঁজা। ধৃতদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে এন ডি পি এস ধারায় মামলা নেয় জি আর পি থানার পুলিস। বুধবার গাঁজা সহ আটক দুইজনকে আদালতে পেশ করা হয় পুলিস রিমান্ডের আবেদন জানিয়ে। অভিযোগ আগরতলা রেলস্টেশনকে ব্যবহার করে বাইরের রাজ্যে অবৈধভাবে গাঁজা পাচার করা হয়।তবে পুলিসের হাতে ধরাও পড়ছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

11 − 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য