আগরতলার শালবাগান বিএসএফ হেডকোয়ার্টারে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আইজি বিএসএফ পীযূষ পাটেল, অধিকর্তা রাজেশ কুমার, পি আর ও কে.গনেশ। এদিন ২০২৩ থেকে ২০২৪ সালের ১৫ এপ্রিল পর্যন্ত বিএসএফের বিভিন্ন কর্মকান্ডের বিবরণ তুলে ধরেন। তিনি বলেন, বিএসএফ ত্রিপুরা সর্বদাই সাধারণ নাগরিকের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করেছে। শুধু তাই নয় অবৈধ পাচার, নেশা সামগ্রী পাচার, রোহিঙ্গা অনুপ্রবেশ, গরু পাচার ইত্যাদি বিষয় নিয়ে ও দৃঢ়তার সাথে কাজ করছে বিএসএফ। তিনি বলেন ত্রিপুরা এমন একটি রাজ্য যেখানে সবচাইতে লম্বা আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। এখানে যে সকল জায়গায় কাঁটাতারের বেড়া নেই এখানে আগামী বছরের মধ্যে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ সম্পন্ন হবে।