আহত ভোট কর্মীকে দেখতে জিবি হাসপাতালে ছুটে গেলেন পশ্চিম জেলার জেলাশাসক! সদর মহকুমার অন্তর্গত পশ্চিম জারুলবাছাই হাড়িয়াপাড়া জে বি স্কুলের শিক্ষক সুভাষ দাস গত ১৯ এপ্রিল ভোটের কাজে গিয়ে পা পিছলে পড়ে আহত হন। সঙ্গে সঙ্গে তাকে জিবি হাসপাতালে নিয়ে আসা হয়। নির্বাচনের কাজে জিরানিয়া বীরেন্দ্রনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে আহত হওয়ার ঘটনার খবর পেয়ে জিবি হাসপাতালের তোমাকে আর সেন্টারে গিয়ে তাকে দেখে আসেন পশ্চিম জেলা শাসক তথা পশ্চিম ত্রিপুরা আসনের রিটার্নিং অফিসার ডা বিশাল কুমার। এদিন তিনি আহত শিক্ষকের সঙ্গে কথা বলার পাশাপাশি তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। সরকারের তরফে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা করার প্রতিশ্রুতিও দেন তিনি। হাসপাতাল থেকে বেরিয়ে আসার সময় জেলাশাসক সংবাদ মাধ্যমকে জানান, আহত কর্মীকে দেখতে তিনি জিবি হাসপাতালে এসেছিলেন। সরকারের তরফে তাকে সব ধরনের সহায়তা করা হয়েছে আগামী দিনেওযদি কোন সহায়তার প্রয়োজন হয় তাহলেও সহায়তা করা হবে। ডিবি হাসপাতালে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছে তিনি ভালোভাবে কথা বলতে পারছেন এবং খাবার খেতে পারছেন। পাশাপাশি তার পরিবার-পরিজনের সঙ্গেও তিনি কথা বলেছেন বলে জানান। জেলা প্রশাসনের তরফে সব ধরনের সহায়তা করা হবে বলেও এদিন নিশ্চয়তা দিয়েছেন।