আগরতলা পৌর নিগমের ৪৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত প্রতাপগড়ের ঋষি কলোনির পুকুর সৌন্দর্যায়ন প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা।আগরতলা পৌর নিগমের ৪৩ নম্বর ওয়ার্ড এলাকার অন্তর্গত প্রতাপগড়ের ঋষি কলোনীর পুকুরটির সৌন্দর্যায়ন করা হবে ।এর জন্য আমরুট প্রকল্পে ৩ কোটি ২৪ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। মঙ্গলবার এক অনুষ্ঠানে ঋষি কলোনির জলাশয় সৌন্দর্যায়ন প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্তের নির্বাচনী কেন্দ্রের অন্তর্গত এই জলাশয়টি সৌন্দর্যায়নের কাজ দ্রুতগতিতে সম্পন্ন করতে মেয়র কে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ।এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ।তিনি বলেন, আগে সংশ্লিষ্ট এলাকাটি বস্তি এলাকা হিসেবে পরিচিত ছিল। বর্তমানে বিজেপি পরিচালিত সরকারের উন্নয়নের ঘুর চাকায় এই এলাকার ব্যাপক উন্নতি সাধন হয়েছে ।তিনি জানান, বিজেপিতে এক চোখো নীতি নেই ।বিজেপির কাছে সবাই সমান ।তাই শুধু আগরতলা পৌর এলাকায়ই নয় ,রাজ্যের ২০টি নগর এলাকায় একযোগে উন্নয়নের কাজ চলছে ।মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের মতো রাজ্য সরকারও মানুষের জন্য মানুষের তরে কাজ করছে ।রাজ্যেও প্রধানমন্ত্রীর বিকশিত ভারতের ছবি সর্বত্র দেখা যাচ্ছে।এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মেয়র দীপক মজুমদার ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট এলাকার কর্পোরেটরা।