রাজধানী শহর আগরতলায় সন্ধ্যার পর আর কোথাও এক মুহুর্ত-বসার উপক্রম নেই মশার তান্ডবে। মশার এতটাই বাড় বাড়ন্ত যে দিনের বেলাতেও জীবনযাত্রাকে একপ্রকার অতিষ্ট করে তুলছে। শহর আগরতলায় যে সমস্ত ড্রেন গুলি আছে সেগুলি পরিচ্ছন্ন না থাকার দরুন নোংরা স্থায়ী জলে মশার বংশ বিস্তার ক্রমশই বাড়ছে। আর এর ফলে ডেঙ্গু, ম্যালেরিয়া, হাইফিবার (প্রচন্ড জ্বর), এনকেফেলাইটিসের মতো মারনব্যাধির সৃষ্টি হচ্ছে।জৈব মশানিরোধক পদ্ধতি-যেমন, ব্যবহৃত শুকনো চাপাতা, শুকনো কমলার খোসা, নারিকেলের ছোবড়া, শুকনো নিমপাতা পুড়িয়ে যে ধোঁয়া নির্গত হয় তা ব্যবহার করে মশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা আহ্বান জানিয়ে মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের ছাত্রীরা লিফলেট বিলি করে আগরতলা শহরে।