Sunday, December 22, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদচরম অব্যাবস্থাপনার মধ্য দিয়ে সরকারি অর্থের আদ্র শ্রাদ্ধ করে সাঙ্গ হল তেলিয়ামুড়া...

চরম অব্যাবস্থাপনার মধ্য দিয়ে সরকারি অর্থের আদ্র শ্রাদ্ধ করে সাঙ্গ হল তেলিয়ামুড়া মহাকুমা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত খোয়াই নদীর জলে কার্প মাছের চারা পোনা মজুদ করণ কর্মসূচি।

সংবাদে প্রকাশ,, শনিবার রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার উপস্থিতিতে তেলিয়ামুড়া মহাকুমা মৎস্য দপ্তরের উদ্যোগে চাকমাঘাট এলাকায় খোয়াই নদীর জলে কার্প মাছের চারা পোনা মজুদ করন কর্মসূচি। মন্ত্রী বাহাদুরকে ঘুমে রেখেই মৎস্য দপ্তরের সুপারিনটেনডেন্ট বিভাস বিশ্বাসের পরোক্ষ এবং অপ্রত্যক্ষ মদতে এদিনের এই কর্মসূচিতে বিপুল পরিমাণ সরকারি অর্থের আদ্য শ্রাদ্ধ করা হয়। এদিনের এই কর্মসূচিতে কাগজে কলমে এক লক্ষাধিক চারা পোনা খোয়াই নদীর জলে ফেলার কথা থাকলেও মাত্র ১০,০০০ মাছের চারা পোনা ফেলা হয় বলে খবর দপ্তর সূত্রে। সূত্রের খবর, বাকি মাছের চারা পোনা বেমালুম গায়েব করে দিলেন তেলিয়ামুড়া মৎস্য দপ্তরের সুপারিনটেনডেন্ট বিভাস বিশ্বাস। যদিও এই নয়-ছয়ের ঘটনাটি মন্ত্রী বিকাশ দেববর্মা’কে সম্পূর্ণ ঘুমে রেখেই করা হয়েছে বলে খবর। এদিনের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান যমুনা দাস রায়, সমাজসেবী বিজন কর, অনুষ্ঠানের আয়োজক তেলিয়ামুড়া মৎস্য দপ্তরের সুপারিনটেনডেন্ট বিভাস বিশ্বাস সহ অন্যান্যরা। তাছাড়া,এদিনের এই অনুষ্ঠানটিতে তেলিয়ামুড়া মহকুমার সাংবাদিকদের সংবাদ সংগ্রহ করার জন্য মৎস্য দপ্তরের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হলেও সাংবাদিকদের সঙ্গে বিন্দুমাত্র সৌজন্যতা দেখানোর প্রয়োজন টুকু করে নি তেলিয়ামুড়া মৎস্য দপ্তর। তাছাড়া এদিনের এই অনুষ্ঠানটি আগা গোড়া সম্পূর্ণই ছিল ছন্নছাড়া। আর এই অনুষ্ঠানটিকে কেন্দ্র করে এক প্রকার মন্ত্রী বাহাদুরের সামনে নাক কান যে কাটা গেল গোটা তেলিয়ামুড়া মহকুমা মৎস্য দপ্তরের তা আর বলার অপেক্ষা রাখে না।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য