Wednesday, January 15, 2025
বাড়িখবররাজ্যআগামীকাল রবিবার থেকে শুরু হতে চলেছে ঝুলন যাত্রা, চলবে আগামী ৩০ আগস্ট...

আগামীকাল রবিবার থেকে শুরু হতে চলেছে ঝুলন যাত্রা, চলবে আগামী ৩০ আগস্ট পর্যন্ত

হিন্দু ধর্মে বার মাসে তেরো পার্বণ। তার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ উৎসব হলো ঝুলন যাত্রা। মূলত রাধা কৃষ্ণের লীলা হল ঝুলন যাত্রা। নবদ্বীপ, মায়াপুর, মথুরা, বৃন্দাবনসহ গোটা দেশের বিভিন্ন স্থানে জাঁকজমকপূর্ণভাবে পালিত হয় এই উৎসব। সুপ্রাচীন এই উৎসবের সঙ্গে জড়িয়ে আছে নানা সামাজিক ও পৌরাণিক তাৎপর্য। শ্রীকৃষ্ণের ভক্তদের কাছে ঐতিহ্যবাহী উৎসব ঝুলনযাত্রা একটি গুরুত্বপূর্ণ উৎসব। তবে বর্তমানে শহরাঞ্চলে এই উৎসবের আয়োজন অনেকটা কম দেখা গেলেও গ্রাম্য অঞ্চলে এখনো এই ঐতিহ্য টিকে রয়েছে। শ্রাবণ মাসের অমাবস্যার পরের একাদশী থেকে শুরু হয় শ্রাবণী পূর্নিমা। তখনই অনুষ্ঠিত হয় এই ঝুলন যাত্রা। ঝুলনের আরেক অর্থ দোলনা।কথিত আছে ঝুলন যাত্রার দিন শ্রীকৃষ্ণ এবং রাধার প্রেমের পূর্ণ প্রকাশ ঘটেছিল। বৃন্দাবনের রাধাকৃষ্ণ শৈশব স্মৃতি, বিশেষত সখা সখিদের সঙ্গে দোলনায় দোলার প্রেমলীলাকে কেন্দ্র করে দ্বাপর যুগে এই ঝুলন উৎসবের সূচনা হয়েছিল। এরপর থেকে এখনো গৌড়ীয় বৈষ্ণবদের একটা প্রিয় অনুষ্ঠান এই ঝুলন যাত্রা। মনে করা হয় ঝুলন উৎসবের রাধাকৃষ্ণের পুজো করলে সংসারে সুখ সমৃদ্ধি ভরে ওঠে। এবছর তিথি অনুযায়ী আগামীকাল রবিবার থেকে শুরু হতে চলেছে ঝুলন যাত্রা। যা চলবে আগামী ৩০ আগস্ট পর্যন্ত। তাই তিথি অনুযায়ী বিগত দিনের মতো এবারও রাজ্যের সর্বত্র উৎসবের আমেজে অনুষ্ঠিত হবে এই ঝুলন যাত্রা। বিশেষ করে রাজধানী আগরতলার জগন্নাথ জিউ মন্দির ও শ্রীকৃষ্ণ মন্দিরে এবারও ঝাঁকজমকপূর্ণভাবে ঝুলন যাত্রার আয়োজন করা হয়। ঝুলন যাত্রাকে কেন্দ্র করে জগন্নাথ জিউ মন্দিরে প্রতি বছরই পূর্ণ্যার্থীদের ঢল নামে। একে কেন্দ্র করে বসে মেলাও। শনিবার দেখা গেল জগন্নাথ জিউ মন্দিরে ঝুলন যাত্রার প্রস্তুতি চলছে জোরদার। গত দিনের মতো এবারও এই মন্দিরে ঝুলন যাত্রা উপলক্ষে আয়োজন করা হয় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের। অপরদিকে রাজধানীর শ্রীকৃষ্ণ মন্দিরেও ঝুলন যাত্রা উপলক্ষে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের। শ্রীকৃষ্ণ মন্দিরের ঝুলন যাত্রা এবছর ৭২ তম বর্ষে পদার্পণ করবে। এছাড়াও রাজ্যের আরো বিভিন্ন মন্দিরে এবছর অনুষ্ঠিত হবে ঝুলন যাত্রা। সব মিলিয়ে ঝুলন যাত্রার প্রস্তুতি এখন চলছে বেশ জোরদার।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fifteen − 13 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য