রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ব্যাঙের ছাতার মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য প্যাথলজি। বিশেষ করে আগরতলা শহরের প্রায় প্রতিটি অলি গলিতেই দেখা যায় এখন প্যাথলজির ছড়াছড়ি। যেখানে রক্তমল-মূত্র থেকে শুরু করে বিভিন্ন ধরনের রোগের পরীক্ষা করা হয়। কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকা প্যাথলজিগুলির অধিকাংশেরই নেই কোন সরকারি বৈধ কাগজপত্র। সরকারের চোখে ফাঁকি দিয়ে দিনের পর দিন এধরনের ব্যবসা চালিয়ে আসছে একাংশ স্বাস্থ্য বিক্রেতা। আর এতে করে প্রতারণার শিকার হচ্ছেন রাজ্যের একটা বড় অংশের মানুষ। এধরনের অবৈধ কাজকর্ম বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে প্রতিনিয়তই সংবাদ পরিবেশিত হয়ে আসছে। অবশেষে দেরিতে হলেও অবৈধ এই প্যাথলজি গুলির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ময়দানে নামলো অল ত্রিপুরা প্যাথলজিক্যাল অ্যান্ড রেডিওলজিক্যাল ক্লিনিকস এসোসিয়েশন। শনিবার এমনটাই দেখা গেল রাজধানী আগরতলা শহরে। এদিন এসোসিয়েশনের এক প্রতিনিধি দল শহরের বেশ কয়েকটি প্যাথলজিতে বিশেষ অভিযান চালায়। অভিযান কালে অভিযোগের সততাও খুঁজে পেলেন প্রতিনিধি দলের সদস্যরা। বেশ কয়েকটি প্যাথলজি সম্পূর্ণ অবৈধভাবে চলছে। যেগুলির নেই কোন বৈধ কাগজপত্র। তাই এদিন অবৈধ প্যাথলজিগুলির মালিকদের সতর্ক করে শীঘ্রই প্রয়োজনীয় কাগজপত্র ঠিক করার নির্দেশ দেন প্রতিনিধি দলটি। নতুবা অবৈধ প্যাথলজিগুলির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে কড়া পদক্ষেপ চেয়ে রিপোর্ট দেওয়া হবে বলে জানালেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অভিজিৎ বিশ্বাস। তবে দেরিতে হলেও অবৈধ প্যাথলজি গুলির বিরুদ্ধে এসোসিয়েশন ময়দানে নামায়, সচেতন নাগরিকরা অনেকটাই খুশি।