Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যআগরতলা মহারাজগঞ্জ বাজারে খোলা হল ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রির বিশেষ কাউন্টার

আগরতলা মহারাজগঞ্জ বাজারে খোলা হল ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রির বিশেষ কাউন্টার

বাজারে এমনিতেই শাকসবজি থেকে শুরু করে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রির দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এতে করে নাভিশ্বাস উঠছে যেন সাধারণ ক্রেতাদের। এর মধ্যেই গত বেশ কিছুদিন ধরে পেঁয়াজের দাম একলাফে অনেকটা বৃদ্ধি পেয়েছে। পাইকারি ও খুচরো পেঁয়াজের দামের মধ্যে বড় ধরনের পার্থক্য থাকায় সাধারণ ক্রেতারা অনেকটা দিশেহারা হয়ে পড়ছেন। বাজার থেকে পেঁয়াজ কিনতে গিয়ে কার্যত যেন চোখে জল আসছে নিম্ন মধ্যবিত্ত পরিবারের কর্তাদের। এই অবস্থায় বাজারে পেঁয়াজের দাম সাধারণের আয়ত্তের মধ্যে রাখতে গত কয়েকদিন ধরেই আগরতলা শহরের বাজার গুলিতে ধারাবাহিক অভিযান চালায় প্রশাসনিক কর্তারা। কিন্তু প্রশাসনের এই অভিযান সত্ত্বেও বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে নেই। একাংশ কালোবাজারি পেঁয়াজের দাম বৃদ্ধি করে প্রতিদিন পকেট কাটছে সাধারণ ক্রেতাদের। তাই এবার পেঁয়াজ ক্রয়ে সাধারণ মানুষকে স্বস্তি দিতে ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রয় কেন্দ্র খুলল খাদ্য দপ্তর। শনিবার এমনটাই দেখা গেল রাজধানী আগরতলার মহারাজগঞ্জ বাজারে। আগরতলা আলু, পেঁয়াজ, রসুন পাইকারি ব্যবসায়ী সমিতির উদ্যোগে এবং খাদ্য দপ্তরের তত্ত্বাবধানে খোলা হয় এই পেঁয়াজ বিক্রয় কেন্দ্রটি। এখান থেকে প্রতি কেজি ৩৮ টাকা দামে পেঁয়াজ ক্রয় করতে পারবেন সাধারণ ক্রেতারা। প্রতিদিন বেলা ১১ টা থেকে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকবে এই পেঁয়াজ বিক্রয় কেন্দ্রটি। শনিবার সকালে ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রয় কেন্দ্রটির সূচনা করলেন খাদ্য দপ্তরের অধিকর্তা ও সদর মহকুমা শাসক সহ অন্যান্যরা। আগামী দিন বটতলা দুর্গা চৌমুনি ও লেইক চৌমুনী বাজারেও অনুরূপ ন্যায্য মূল্যের পেঁয়াজ বিক্রয় কেন্দ্র খোলা হবে বলে জানালেন প্রশাসনিক আধিকারিকরা। তবে একাংশ মুনাফাখোর কালোবাজারিদের অবৈধ ব্যবসা বন্ধ করতে প্রশাসনিকভাবে এধরনের কাউন্টার খোলায়, স্বাভাবিকভাবেই সাধারণ ক্রেতাদের অনেকটা স্বস্তি এনে দেবে বলে মনে করছেন সচেতন নাগরিকরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

sixteen + 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য