Friday, November 14, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদউৎকর্ষ নামক সাংস্কৃতিক অনুষ্ঠানকে সামনে রেখে সংস্কার ভারতী খোয়াই জেলা কমিটির পক্ষ...

উৎকর্ষ নামক সাংস্কৃতিক অনুষ্ঠানকে সামনে রেখে সংস্কার ভারতী খোয়াই জেলা কমিটির পক্ষ থেকে এক প্রেস মিটের আয়োজন করা হয়

প্রতিনিধি খোয়াই ২০শে মে….. শনিবার বিকেলে খোয়াই জেলা প্রেসক্লাবের অফিস গৃহে সংস্কার ভারতী খোয়াই জেলা কমিটির পক্ষ থেকে এক প্রেস মিটের আয়োজন করা হয়। উক্ত প্রেস মিটে উপস্থিত ছিলেন সংস্কার ভারতী খোয়াই জেলার সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কর দাশগুপ্ত, যুগ্ম সম্পাদক অম্লান পাল, কোষাধ্যক্ষ সৌরজিত গোপ এবং সংগঠনের সাহিত্য বিধা প্রমুখ সৌরপ্রতিম শর্মা। উক্ত প্রেস মিটে আলোচনা করতে গিয়ে সংস্কার ভারতী খোয়াই জেলার যুগ্ম সম্পাদক অম্লান পাল জানান সংস্কার ভারতী খোয়াই জেলা কমিটির পক্ষ থেকে গত ডিসেম্বর এবং জানুয়ারি মাসব্যাপী কলা সাধক সংঘ এই শিরোনাম একটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল স্কুল পড়ুয়া বাচ্চাদের মধ্যে নাচ, গান,ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেই প্রতিযোগিতায় যারা যারা বিজয়ী হয়েছিলেন এদেরকেও চিহ্নিত করা হয়েছিল কিন্তু মধ্যে নির্বাচন প্রক্রিয়া চলাকালীন পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি করা সম্ভব হয়নি। তাই উক্ত অনুষ্ঠানের বিজয়ী ও বিজয়িনীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান করতে চলেছেন আর এই অনুষ্ঠানকে সামনে রেখে আরো একটি সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে চলেছেন সংস্কার ভারতী খোয়াই জেলা কমিটি রবিবার বিকেলে খোয়াই এর নতুন টাউন হলে উৎকর্ষ নামকরণে। উৎকর্ষ নামাকরনের অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, উপস্থিত থাকছেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী,খোয়াই জিলা পরিষদের সভাপতি জয়দেব দেববর্মা, সদস্য সুব্রত মজুমদার, খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথা শর্মা, পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস কান্তি দাস সহ সংস্কার ভারতীর নেতৃত্ব গন যেমন সুমন ভট্টাচার্য এবং সুমন বিশ্বাস। রবিবার উৎকর্ষ অনুষ্ঠানটির মধ্য দিয়ে প্রধান অতিথি তথা উদ্বোধক রাজ্যের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী বিষ্ণু দেববর্মন উনার হাত দিয়ে সংস্কার ভারতী সংগঠনের আগামী দিনের কর্মসূচি গুলিও প্রকাশ করা হবে বলে জানান সংগঠনের যুগ্ম সম্পাদক অম্লান পাল। শেষে সংস্কার ভারতী খোয়াই জেলার সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কার দাশগুপ্ত প্রেস মিনিটে আলোচনা করতে গিয়ে বলেন বর্তমান সময়ে প্রত্যেকটি স্কুলে গ্রীস্মের ছুটি চলছে এই ছুটিকে কাজে লাগিয়ে শহর থেকে দূরে গিয়ে গ্রামাঞ্চলে ভিতর যে সকল শিশুরা নাটক, গান, আবৃত্তি এক কথায় সাংস্কৃতিক চর্চা থেকে দূরে রয়েছে তাদেরকে কিছুটা প্রশিক্ষণ দেওয়ার জন্য ই কর্মসূচি হাতে নিয়েছেন কারণ গ্রামাঞ্চলে শিশুরা এ ধরনের সাংস্কৃতিক চর্চা থেকে বিমুখ হয়ে পড়ে রয়েছে। তার জন্য ৪-৫ দিনের একটি কর্মশালার আয়োজন করা হয়েছে এবং সেখানে শিশুদের প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া এই মে মাসেই সংস্কার ভারতী সংগঠনের পক্ষ থেকে কবি সাহিত্যিক সম্মেলন করার জোর প্রস্তুতি চলছে এসব অনুষ্ঠানগুলি রবিবার বিকেলে খোয়াই নতুন টাউন হলে উৎকর্ষ অনুষ্ঠানের মধ্যে প্রকাশ করা হবে বলে জানান সংস্কার ভারতী খোয়াই জেলার সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কর দাশগুপ্ত।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eleven − ten =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য