ঘটনার বিবরণ দিয়ে এক এলাকাবাসী জানান,,, করইলং এলাকার ভানু দাসের ১৮ বছর বয়সী কন্যা পায়েল দাস কোন এক অজ্ঞাত কারণে বুধবার দুপুর নাগাদ বাড়ির সকল সদস্যদের নজর এড়িয়ে নিজ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। পরবর্তীতে ঘটনাটি প্রত্যক্ষ করতে পারে পরিবারের লোকজন। ওই এলাকাবাসী জানিয়েছেন,, যখন ঘটনাটি সংগঠিত হয়েছে তখন পায়েলের মা বাড়িতে ছিলেন না। পরবর্তীতে বাড়িতে এসে ঘটনাটির প্রত্যক্ষ করতে পারে, এবং উনার চিৎকার চেঁচামেচিতে পার্শ্ববর্তী বাড়ি ঘরের লোকজন ছুটে এসে তেলিয়ামুড়া থানা পুলিশকে খবর দেয়। ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃত দেখো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবার-পরিজনদের হাতে তুলে দেয়। তবে মূলত কি কারনে এই আত্মহত্যা সেই কারণটি ধোঁয়াশা রয়ে গেল। এলাকায় গুঞ্জন চলছে, হয়তোবা প্রণয় ঘটিত কোন সম্পর্কের জের ধরেই এই আত্মহত্যা। তবে যাই হোক,, আচমকাই এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।



