Friday, September 13, 2024
বাড়িখবররাজ্য৩-৪ এপ্রিল জি-২০'র ক্লিন এনার্জি ফর গ্রিনার ফিউচার সায়েন্স ২০ সম্মেলন কেন্দ্র...

৩-৪ এপ্রিল জি-২০’র ক্লিন এনার্জি ফর গ্রিনার ফিউচার সায়েন্স ২০ সম্মেলন কেন্দ্র পরিদর্শনে শিল্প ও বাণিজ্য মন্ত্ৰী

জি-২০ এর ‘ক্লিন এনার্জি ফর গ্রিনার ফিউচার’ সায়েন্স ২০ সম্মেলন আগামী ৩ ও ৪ এপ্রিল আগরতলায় অনুষ্ঠিত হবে। মূল সম্মেলনটি অনুষ্ঠিত হবে হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা কমপ্লেক্সের ইন্ডোর এক্সিবিশন হলে। সম্মেলন উপলক্ষে হলে বাশেঁর প্রদর্শনী স্টল নির্মাণ সহ কনফারেন্স হলের সংস্কার ও সৌন্দর্যায়নের কাজ চলছে। আজ শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা, শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তা বিশ্বশ্রী বি, অতিরিক্ত অধিকর্তা স্বপ্না দেবনাথ ও দপ্তরের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরগণ ইন্ডোর হলটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা প্রদর্শনী স্টল, মূল কনফারেন্স হল সহ ভিতরের অন্যান্য বিভিন্ন ব্যবস্থাপনা খতিয়ে দেখেন। এসময় শিল্পমন্ত্রী শিল্প ও বাণিজ্য দপ্তরের আধিকারিকদের বিভিন্ন প্রয়োজনীয় পরামর্শও দেন। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী সান্ত্বনা চাকমা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সবকা সাথ সবকা বিকাশের লক্ষ্যেই জি-২০’র মত আন্তর্জাতিক পর্যায়ের কনফারেন্স ত্রিপুরার মতো ক্ষুদ্র রাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই আয়োজনে যাতে কোন ঘাটতি না থাকে সেই লক্ষ্যেই এই পরিদর্শন। ৪৬ টি প্রদর্শনী স্টলে বিভিন্ন দপ্তর ছাড়াও রাজ্যের আটটি জেলার পক্ষ থেকে তাদের উৎপাদিত বিভিন্ন সামগ্রী ও অন্যান্য জিনিষ প্রদর্শন করা হবে।ত্রিপুরার সার্বিক উন্নয়নে এই ধরণের কনফারেন্স এক গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তিনি আশা প্রকাশ করেন রাজ্যের সকলস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় এই কর্মসূচি ফলপ্রসূ হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য