Tuesday, September 16, 2025
বাড়িখবররাজ্যমেয়ের দায়ের আঘাতে আহত বাবা!

মেয়ের দায়ের আঘাতে আহত বাবা!

ঘটনা বিবরনে জানা যায় গান্ধীগ্রাম মধ্যপাড়া এলাকার বাসিন্দা সুধন সাহার মেয়ে অনামিকা সাহা বিয়ের পর থেকেই তার বাবার বাড়িতে স্বামীকে নিয়ে বসবাস শুরু করে।। এরই মধ্যে অনামিকা সাহা তার বাবার কাছে তিন গন্ডা বাড়ি জায়গা দাবি করে।। তার বাবা সুধন সাহা দুই গন্ডা জায়গা দেওয়া হবে বলেই মেয়েকে জানান।। কিন্তু তার মেয়ে রাজি হননি।। এই নিয়ে বেশ কিছুদিন আগে অনামিকা সাহা তার বড় ভাইয়ের বিরুদ্ধে থানাতে একটি মিথ্যা মামলা দায়ের করে।।শুক্রবার অনামিকার সাহার বাবা সেই মামলাটি কোর্ট থেকে প্রত্যাহার করা দাবি জানান মেয়ের কাছে।। কিন্তু মেয়ে আগে জায়গা দিতে হবে তারপর মামলাটি প্রত্যাহার করবে বলেই তর্ক বিতর্ক জড়িয়ে পড়েন।। এরই মধ্যে অনামিকা সাহা একটি দা দিয়ে তার বাবার পায়ে আঘাত করে এতেই রক্তাক্ত হন বৃদ্ধ বাবা।। পরে ছেলে এবং ছেলের বউ রক্তাক্ত অবস্থায় সুধন সাহা কে উদ্ধার করে আই জি এম হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য।। অনামিকা সাহার বাবা জানান এই বিষয় নিয়ে মেয়ের বিরুদ্ধে আইনের দ্বারস্থ হবে।। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

17 − five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য