Tuesday, September 16, 2025
বাড়িখবররাজ্যবিজেপি করার অপরাধে সিপিএমের সন্ত্রাসবাদীরা পুড়িয়ে দিল সবজি এবং মাছের দোকান ঘটনা...

বিজেপি করার অপরাধে সিপিএমের সন্ত্রাসবাদীরা পুড়িয়ে দিল সবজি এবং মাছের দোকান ঘটনা খোয়াই বৈদ্যনাথ চৌমুহনীতে

প্রচলিত একটি কথা আছে সন্ত্রাসবাদীরা কোন জাত ধর্ম বিচার করে সন্ত্রাস করে না ওদের কাজ সন্ত্রাস চালিয়ে যাওয়া। তাদের এই সন্ত্রাসের কারণে ক্ষতির মুখে পড়তেহয় দরিদ্র শ্রেণীর মানুষ দেরকে। তেমনি সন্ত্রাসবাদীবাদীদের সন্ত্রাসের কারণে চার পথ ব্যবসায়ীর দোকান পড়ে ছাই। ঘটনার বিবরণে জানা যায় খোয়াই পহরমুড়া স্থিত বৈদ্যনাথ চৌহমুনি এলাকাতে পথের ধারে সবজি ও মাছের ব্যবসা করতেন চারজন দরিদ্র শ্রেণীর মানুষ। সেই চারজনের দোকান বৃহস্পতিবার গভীর রাতে সিপিএম দলের দুষ্কৃতিকারীরা পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ উঠে। কেন সেই চারজন পথ ব্যবসায়ীর দোকানে আগুন দিল এই বিষয়ে জানতে চাইলে গোপন সূত্রে জানা যায় সেই চারজন ব্যবসায়ী বিজেপি দলের সমর্থিত ছিল অর্থাৎ বিজেপি করার দায়ে তাদের দোকান আগুনে ভসমীভূত হল। চার ব্যবসায়ীরা হলেন দিপেন্দ্র সিংহ ও সেবা পাল এই দুজনের সবজির দোকান ছিল অন্যদিকে অজিত বিশ্বাস এবং পরেশ বিশ্বাস তাদের মাছের দোকান এই চারজনের দোকানই পুড়ে ছাই হয়ে যায় দুষ্কৃতিকারীদের লাগানো আগুনে এতে করে এই চার ব্যবসায়ের ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা। এই ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনার সর জমিনে তদন্ত করতে যান খোয়াই বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের বিজিত প্রার্থী সুব্রত মজুমদার, খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস দাস পহরমুড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পলাশ বিশ্বাস সহ খোয়াই মন্ডলের অন্যান্য নেতৃত্বরা। ঘটনাস্থলে গিয়ে সুব্রত মজুমদার আগুনের পুড়ে যাওয়া সেই চার ব্যবসায়ের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং সরকারিভাবে মহকুমা শাসকের আপৎকালীন ফান্ড থেকে জাতে তাদেরকে সাহায্য করাযায় তার জন্য মহাকুমার শাসকের সাথে কথাও বলেন বলে জানা যায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

18 − thirteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য