শনিবার সমবায় সপ্তাহ উপলক্ষে রাজধানীর উত্তর গেটের সমবায় দপ্তর থেকে রাজধানীর রাজপথে এক রেলির আয়োজন করা হয়, রেলিটি শহরের বিভিন্ন পদ পরিক্রমা করে। এদিন সংবাদমাধ্যমকে দপ্তরের এক আধিকারিক জানান রাজ্যের মুখ্যমন্ত্রী এক ত্রিপুরার শ্রেষ্ঠ ত্রিপুরার যে স্লোগান সেটাকে বাস্তব রূপ দিতে হলে সমাজের অন্তিম ব্যক্তির উন্নয়ন করা আবশ্যক সেই লক্ষ্যকে সামনে রেখে সমবায় সমিতির গোমতী কো-অপারেটিভ লিমিটেডের যে গো পালক রয়েছে তাদের উন্নয়নের স্বার্থে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহব্বানে সমবয় সপ্তাহ পালনের অঙ্গ হিসেবে আজকের এই শোভাযাত্রা বলে। এদিনের রেলিটিতে দপ্তরের অধিকর্তা থেকে শুরু করে সমিতির কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।