Thursday, December 18, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদপিতার হাতে নিশংসভাবে খুন হলো সাত বছরের শিশু কন্যা

পিতার হাতে নিশংসভাবে খুন হলো সাত বছরের শিশু কন্যা

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৭ই ডিসেম্বর… পিতার হাতে নৃশংস ভাবে খুন হল সাত বছরের শিশু কন্যা। ঘটনার বিবরণে জানা যায় খোয়াই পশ্চিম সোনাতলা এলাকাতে বুধবার রাত সাড়ে আটটা নাগাদ সাত বছরের শিশু কন্যা আঁখি দেবনাথকে তার বাবা আশীষ দেবনাথ নিজ ঘরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যা করে ঘাড়ে কোপ দিয়ে। তখন আঁখি ঘরের মধ্যে ঘুমিয়েছিল খালি গায়ে । তার বাবা আশীষ দেবনাথ তাকে ঘুম থেকে তুলে এনে তাদের ঘরের এক কোনায় তাকে হত্যা করে মাটিতে ফেলে চলে যায়।খোয়াইয়ের পশ্চিম সোনাতলা এই ঘটনাটি জানালেন আশীষ দেবনাথ এর পিতা। তবে এলাকা সূত্রে খবর রয়েছে আশীষ দেবনাথ মানসিক রোগে আক্রান্ত। অন্যদিকে এই ঘটনার পর আসিস পলাতক। এও জানা যায় আখি দেবনাথ মেয়েটি দ্বিতীয় সংসারের শিশু কন্যা। এর আগেও আশিষ একটি বিয়ে করেছিল কিন্তু প্রথম স্ত্রীর উপর মানসিক নির্যাতন করার ফলে সেই স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। এরপর আবার বর্তমান স্ত্রীকে বিয়ে করে। তাদের ঘরেই আঁখির জন্ম। কিন্তু দ্বিতীয় স্ত্রীর সাথে ও আকাশের বনিবনা হচ্ছিল না। এবং দ্বিতীয় স্ত্রীকে প্রচন্ড মারধর করত। এরপর দ্বিতীয় স্ত্রী ও তাকে ছেড়ে চলে যায় মেয়েকে নিয়ে। এ নিয়ে আদালতে মামলা চলছে ইতিমধ্যে আকাশের কাগজপত্র সমস্ত কিছু কোর্টে জমা করার জন্য আদেশ করা হয়েছিল। অন্যদিকে আখি তার মার কাছেই থাকতো। গত কয়েকদিন আগে তাকে তার বাবা নিয়ে আসে তাদের বাড়িতে। এলাকাবাসি জানান আখি নাকি প্রায় সময় বলতো তার বাবা আকাশ তাকে মেরে ফেলবে। সেই অনুযায়ী বুধবার রাত আটটা ৩০ মিনিট নাগাদ সত্যি কারের ঘটনাটি ঘটলো। বাবা আশীষ দেবনাথ এর হাতে খুন হল তার সাত বছরের শিশু কন্যাটি। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই খবর পেয়ে খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকার দ্রুত চলে যায় কিন্তু আকাশ দেবনাথ এই ঘটনার পর পালিয়ে যায় বলে জানা যায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

18 − 13 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য