বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৩রা ডিসেম্বর…বুধবার দুপুর ১২ ’টায় খোয়াই জিলা পরিষদের কার্যালয়ে মাঠে খোয়াই জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর‚ এবং খোয়াই জেলা যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের যৌথ উদ্যোগে পালিত হল খোয়াই জেলাভিত্তিক বিশ্ব দিব্যাঙ্গন দিবস ২০২৫।উক্ত অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন খোয়াই জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের ডিপিও সুজিত দাস‚ উদ্ভোধক ও প্রধান অতিথি ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় ‚ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই পঞ্চায়েত সমিতির চ্যেয়ারপার্সন টিঙ্কু ভট্টাচার্য্য‚ বিশিষ্ট সমাজসেবক অনিমেষ নাগ।এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জেলা শাসক রজত পন্থ‚ সহকারী জেলা শাসক ও সমাহর্তা অভেদানন্দ বৈদ্য‚ খোয়াই মহকুমা শাসক নির্মল কুমার‚ খোয়াই বিডিও অনিরুদ্ধ দাস‚ এলিমকো সংস্থার গুয়াহাটি রিজিয়নের ম্যানেজার প্রকাশ সিংহ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানের পৌরহিত্য করেন খোয়াই জেলা দিব্যাঙ্গজন সেলের সাধারণ সম্পাদক দীপ্তেন্দু বিশ্বাস। মঙ্গলদ্বীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা করেন উদ্ভোধক ও প্রধান অতিথি অপর্ণা সিংহ রায় দত্ত। সেই সময়ে দীপ প্রজ্জ্বলন ও মন্ত্র পাঠ করেন সৌর প্রতিম শর্ম্মা। স্বাগত বক্তব্য রাখেন সহকারী খোয়াই জেলা শাসক ও সমাহর্তা অভেদানন্দ বৈদ্য।এর পর বক্তব্য রাখেন প্রকাশ সিংহ, খোয়াই জেলা শাসক রজত পন্থ‚ অনিমেষ নাগ‚ অপর্ণা সিংহ রায় দত্ত। তারপর অনুষ্ঠানের সভাপতি দীপ্তেন্দু বিশ্বাস বক্তব্য রাখার মধ্য দিয়ে প্রথমার্ধের উদ্ভোধনী পর্বের সমাপ্তি ঘোষণা করেন। এরপর দ্বিতীয়ার্ধের অনুষ্ঠান প্রারম্ভ হয়। গোটা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খোয়াই জেলার বিশিষ্ট সমাজসেবক সৌর প্রতিম শর্ম্মা। দ্বিতীয়ার্ধের শুরুতেই খোয়াই জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত দিব্যাঙ্গজনদের মধ্যে শ্রবণযন্ত্র‚ হুইল চেয়ার‚ ট্রাইসাইকেল‚ ব্লাইন্ড স্টিক্ সহ বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়‚। এবং তৎসঙ্গে এই বছর ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষায় ভালো মার্ক্স নিয়ে উত্তীর্ণ ছাত্রছাত্রীদেরকে পুরস্কৃত করা হয়। উল্লেখ্য যে‚ শুক্রবার অনুষ্ঠান প্রাঙ্গণে সর্বমোট ২১৬ জন দিব্যাঙ্গনের মধ্যে ৬৪১ ’টি বিভিন্ন ধরনের সামগ্রী বিতরণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত সমস্ত অতিথিদের হাতে ধরে। এছাড়াও খেলো ত্রিপুরা প্যারা গেইমস্” শীর্ষক বিভিন্ন ইভেন্টে খেলাধূলার আয়োজন করা হয়‚ যেখানে বহুসংখ্যক দিব্যাঙ্গনরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে। এই যেদিন অনুষ্ঠান প্রাঙ্গণে দর্শক-শ্রোতাদের ভীড় ছিলো লক্ষ্যণীয়‚ খোয়াই জেলা প্রশাসনের‚ বিভিন্ন লাইন ডিপার্ট্মেন্টের কর্মকর্তা‚ কর্মচারী‚ জনপ্রতিধি ও গুণীজন বিশিষ্টজনদের‚ দিব্যাঙ্গনদের‚ সুবিধাভোগীদের উজ্জ্বল উপস্থিতি ও অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সর্বতোভাবে সফল হয়ে উঠেছে। তাছাড়া দিব্যাঙ্গনদের মধ্যে ৫০ মিটার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং এই প্রতিযোগিতায় অংশগ্রহণ কারি প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধি কারিদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।



