বিশালগড় প্রতিনিধি,৫ নভেম্বর। বুধবার সিপাহীজলা জেলার বিশালগড় মহকুমা অন্তগর্ত গকুলনগর সিপিআইএম ডিওয়াইএফআই ৭তম সন্মেলন অনুষ্ঠিত হয়।
আজকের এই সন্মেলন উপস্থিত ছিলেন সিপিআইএম বিভাগীয় কমিটির সম্পাদক হিরন্ময় দেবনাথ, প্রনয় সিংস রায়,পার্থ প্রতীম মঞ্জুমদার, তপন দেবনাথসহ সিপিআইএম মহকুমা নেতৃত্বগন।সন্মেলন সর্বসন্মতিক্রমে ২১ জনের অঞ্চল কমিটি গঠিত হয়।সিপিআইএম ডিওয়াইএফআই অঞ্চল কমিটি সম্পাদক সঞ্জয় ভৌমিক, সভাপতি গোপাল রায়কে নির্বাচিত করা হয়।



