বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৩১শে আগষ্ট……. পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী রবিবার খোয়াই জেলার অন্তর্গত ২৬ আশারাম বাড়ি বিধানসভার অন্তর্গত ৩০ নং বুথে আয়োজিত হয় প্রধানমন্ত্রীর ১২৫ তম মন কি বাত অনুষ্ঠান। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা । এছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন কি বাত অনুষ্ঠানের বিজেপি দলের রাজ্য ইন চার্জ রতন ঘোষ, বিজেপি রাজ্য কমিটির সম্পাদক বিপিন দেববর্মা এম ডি সি ভূমিকা নন্দ রিয়াং, সঞ্জীব রিয়াং, বিদ্যুৎ দেববর্মা, বিজেপি খোয়াই জেলা সভাপতি বিনয় দেববর্মা, জেলার সাধারণ সম্পাদক সমীর কুমার দাস সহ অন্যান্যরা। উল্লেখ্য যে গত জুলাই মাসের ২৭ তারিখ আশারাম বাড়ি বিধানসভার পূর্ব ত্বকছায়া এলাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান চলাকালীন সময়ে অতর্কিত ভাবে মথা কর্মীরা হামলা চালিয়ে ভাঙচুর করে বেস কয়েকটি গাড়ি এবং বাইক আহত ও হয়েছেন অনেকেই এমনটাই অভিযোগ বিজেপি দলের । এই ঘটনা সংবাদ মাধ্যমে প্রকাশিত হবার পরই ওই এলাকায় পরবর্তী মন কি বাত অনুষ্ঠানে অংশ গ্রহনের সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মানিক সাহা ।এবং পূর্ব সিদ্ধান্ত মোতাবেক রবিবার খোয়াই জেলার ২৬ আশারাম বাড়ির ৩০ নং বুথ তথা পুর্ব তকসায়া তে আয়োজিত প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে অংশ গ্রহনের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শ্রবণ করেন মুখ্যমন্ত্রী সহ এলাকার মানুষ ।অনুষ্ঠান শেষে সংক্ষিপ্ত ভাষণ রাখতে গিয়ে পূর্বের ঘটনায় দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন এই ধরনের ঘটনা ত্রিপুরার আশারাম বাড়ি নয় গোটা ভারতের মধ্যে এক কলঙ্কের অধ্যায় রচনা করেছে।যা বিগত ৩৫ বছরের সরকারের কালচার ছিল কিন্তু বর্তমান সরকারের আমলে এটা মোটেও কাম্য ছিল না। তবে এই অনুষ্ঠানটি ঘিরে গোটা তকসায়া এলাকাতে নিরাপত্তা ব্যবস্থা যোদ্ধার করা হয়েছিল। মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান ওটা উনার ব্যাক্তিগত বা রাজনৈতিক আলোচনা না।এই আলোচনার মাধ্যমে
প্রধানমন্ত্রী দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতে চান।কারন উনার কর্ম জীবনে ব্যাস্ততার কারনে সাধারণ মানুষের কাছে যেতে পারেন না।তাই তিনি এই মনকি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশের সমস্ত জনগনের সাথে কথা বলেন। এবং এও দেখা গেছে বিভিন্ন ধরনের কাজের, খেলার,সহ বিভিন্ন ধরনের উন্নয়ন মূলক কাজের জন্য উৎসাহিত করতে দেখা গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর মনকি বাত অনুষ্ঠানে হামলা মেনেনিতে পারেনি দল।তাই চেলেন্জ নিয়ে এখানে এই অনুষ্ঠানে উপস্থিত হন তিনি। সবশেষে তিনি বলেন এই রাজ্যের পাহাড়ী বাংঙ্গালীরা হল ভাই ভাই।এই ভাইচারা নষ্ট হলে রাজ্যের উন্নয়ন মূলক কর্মসূচি এগিয়ে যাবেনা।তাই এই রাজ্যের উন্নয়ন এবং একে এগিয়ে নিয়ে যেতে একে অপরের সাথে দৃঢ়ভাবে হাত ধরে এগিয়ে যেতে হবে রাজ্য সহ রাজ্যবাসীর সার্থে।