Tuesday, August 5, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই সিঙ্গি ছড়া রুদ্র বীণা কমিউনিটি হলে অনুষ্ঠিত হল বিকশিত কৃষি সংকল্প...

খোয়াই সিঙ্গি ছড়া রুদ্র বীণা কমিউনিটি হলে অনুষ্ঠিত হল বিকশিত কৃষি সংকল্প অভিযান অনুষ্ঠান।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৩০শে মে……. শুক্রবার দুপুরে খোয়াই শিঙি ছড়া রুদ্র বীণা কমিউনিটি হলে বিকশিত কৃষি সংকল্প অভিযান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের কৃষি মন্ত্রী রতন লাল নাথ, খোয়াই জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়, খোয়াই মন্ডল সভাপতি অনুকুল দাস পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন টিংকু ভট্টাচার্য, খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা থেকে শুরু করে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা এবং কৃষি দপ্তরের আধিকারিকগণ । এই অনুষ্ঠানে কৃষকদের সাথে সরাসরি যোগাযোগ, এবং কৃষি ক্ষেত্রে নতুন প্রযুক্তি সম্পর্কে আলোচনা করা হয়। এবং সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো কমিউনিটি হলের কানায় কানায় পরিপূর্ণ ছিল কৃষকরা। মূলত আজকের বিকশিত কৃষি সংকল্প অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষিমন্ত্রী রতন লাল নাথ আলোচনা করতে গিয়ে বলেন রাজ্যের তথা দেশের কৃষকরা দেশের অন্নদাতা। কৃষকদের বাদ দিয়ে অর্থাৎ তাদের কথা মাথায় না রেখে কোন ধরনের চিন্তা ভাবনা করা সঠিক হবে না। তিনি তুলনা করলেন দেশের সুরক্ষার বিষয়ে যারা দায়িত্ব গ্রহণ করেছেন তাদের থেকে কোন অংশে কম নয় দেশের অন্নদাতা কৃষকরা । মন্ত্রী শ্রী নাথ আলোচনা করতে গিয়ে দর্শকের আসনে যারা বসে ছিলেন কৃষক তাদের মধ্যে থেকে গুটি কয়েকজন কৃষক কে ডেকে আনেন সামনে তাদের সঙ্গে আলোচনা করেন তাদের কৃষি জীবন এবং বাস্তব জীবন সম্বন্ধে। একজন কৃষক কে ডেকে এনেছেন জিজ্ঞাসা করেছেন কি করেন অর্থাৎ কি চাষবাস করেন তিনি। ওই যুবক কৃষক ছেলেটি বলেন ধান এবং এবং বিভিন্ন সবজি চাষ করেন। মন্ত্রী অনেকটাই আপ্লুত হন। শিক্ষাগত তো যোগ্যতা জিজ্ঞাসা করেন ওই যুবক কৃষক ছেলেটি বলেন সে বি এ পাস করেছেন। মন্ত্রী হাসির ছলে বলেন বি এ পাস করে তুমি কৃষিকাজ করছো এতে তোমার লজ্জা লাগে না। ছেলেটি বলে না। এতে মন্ত্রী অনেকটাই আপ্লুত হন। পরিশেষে মন্ত্রী রতন লাল নাথ বলেন কৃষকদের সাহায্যে অর্থাৎ কৃষি কাজকে উন্নত মাত্রায় নেওয়ার ক্ষেত্রে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পর্যাপ্ত পরিমাণে কাজ করে যাচ্ছেন। মন্ত্রীর রতন লাল নাথ বলেন দুধ, চাউল, মাছ, এই সমস্ত ক্ষেত্রে দেশ স্বয়ংসম্পূর্ণ, তবে কিছু কিছু বিষয়ে এখনো স্বয়ংসম্পূর্ণ হতে পারিনি দেশ যেমন ভোজ্য তেলের ক্ষেত্রে দেশ এখনো স্বয়ংসম্পূর্ণ হতে পারিনি। তাই দেশের প্রধানমন্ত্রী ভোজ্য তেলে স্বয়ং সম্পন্ন করার জন্য পাম গাছ লাগানোর জন্য দেশের কৃষি দপ্তর কৃষকদের উৎসাহ জোগাচ্ছেন। কৃষি দপ্তর এই পাম গাছ লাগানোর ক্ষেত্রে যথাযোগ্য সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। তিনি আসা ব্যক্ত করেন কৃষকরা চেষ্টা করলে খাদ্য দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে আমাদের দেশ আগামী দিনে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে। এখন দেখার বিষয় আজকের বিকশিত কৃষি সংকল্প অভিযানের কর্মসূচি আগামী দিনে কৃষি এবং কৃষকের উন্নয়নের ক্ষেত্রে কি ভূমিকা গ্রহণ করে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য