বিগত ৩ বছর আগে রাজ্যের অগ্নি নির্বাপক দপ্তরের অধীনে ৩২৫টি শুন্যপদ পূরনের নির্দেশিকা বেরিয়েছিল , যার মধ্যে ২৫টি ছিল ড্রাইভারের আর বাকিগুলি ফায়ার ম্যানের । সেই অনুযায়ী চাকুরী প্রার্থীরা আবেদন পত্র জমা দিয়ে নিজেদের শারীরিক পরিক্ষায় অংশ নিয়েছিল সেখানে যারা উত্তীর্ণ হয়েছিলেন এরা লিখিত পরিক্ষায় বসেছিলেন , কিন্তু কোন এক কারন বশত সেই লিখিত পরিক্ষা বাতিল করে দেয় দপ্তর । আর এখান থেকেই শুরু হয় চাকুরী প্রার্থী বেকারদের নানা ধরনের বিক্ষোব আন্দোলন , ডেপুটেশন প্রদান কর্মসূচী । সেই ধারাবাহিকতা বজায় রেখেই আজ আবার দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশনে মিলিত হন চাকুরী প্রার্থী বেকাররা। এদিন এক চাকুরী প্রার্থী বেকার যুবক সংবাদ মাধ্যমকে জানান বাতিল হওয়া লিখিত পরিক্ষা করে নাগাদ নেওয়া হবে সে বিষয়ে কোন নির্দিষ্ট সময় কিংবা তারিখ দিচ্ছে না দপ্তর , কিন্তু এদিকে বেকারত্বের জ্বালায় পুড়ছে বেকার যুবক যুবতীরা । বিগত ৩ বছর ধরে দপ্তরের আধিকারীকদের টালবাহানা শয়ে যাচ্ছেন এবং মুখ্যমন্ত্রীর বাস ভবনে সামনে ধর্নায় বসলেও পুলিশ লেলিয়া তাড়িয়ে দেওয়া হচ্ছে এবং দপ্তরের উচ্চ পদস্থ আধীকারিকদের সাথে সাক্ষাত করতে চাইলেও সাক্ষাত করতে দেওয়া হচ্ছে না । তাই আমরা যাবো তো যাবো কোথায় বলে মন্তব্য করলেন । এছাড়া এই বছর দুর্গাপুজোর আগে যেন তাদের চাকুরীগত সমস্যা দূর করার দাবী রেখেছেন এবং আগামী ২ মাসের মধ্যে যেন বাতিল হওয়া লিখিত পরিক্ষা নেওয়ার দাবী রেখেছেন বলে জানিয়েছেন ।