তেলিয়ামুড়া প্রতিনিধিঃ—
আগরতলা-তেলিয়ামুড়া সড়কে যাত্রীবাহী বাস চলাচলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে। বাস চালকদের পক্ষ থেকে জানানো হয়েছে,,,চালকদের বিভিন্ন দাবি-দাওয়া পূরণ না হওয়ায় তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
বাস চালকদের দীর্ঘদিনের সমস্যার সমাধান হয়নি– মূলত ই-রিক্সা, ব্যাক্তিগত ছোট গাড়ি, এবং অটো গাড়ি বিভিন্ন সড়কে যেভাবে অবৈধভাবে যাত্রী আনা নেওয়া করছে তাতে করে কমার্শিয়াল গাড়ি গুলো যাত্রী আনা নেওয়া করতে প্রচন্ডভাবে বেগ পৌহাতে হচ্ছে তাছাড়া প্রশাসনিক বিভিন্ন জটিলতা তাদের অন্যতম সমস্যা।
বাস চালকেরা অভিযোগ করেছেন,,, বিভিন্ন ছোট যানবাহন যেভাবে যাত্রী আনা নেওয়া করছে এতে করে কমার্শিয়াল গাড়ি গুলিতে ব্যাপক প্রভাব পড়ছে। এ বিষয়ে তারা একাধিকবার তাদের সংগঠন এবং প্রশাসনের দ্বারস্থ হলেও তার সঠিক সুরাহা হয়নি।
অন্যদিকে আগরতলা ও তেলিয়ামুড়ার সাধারণ মানুষ এই সিদ্ধান্তে বিপাকে পড়েছে। প্রতিদিন বহু মানুষ এই রুটে যাতায়াত করেন, ফলে বিকল্প যানবাহনের সঙ্কট তৈরি হয়েছে।
এদিকে নির্ভরযোগ্য সূত্রের খবর সমস্যা সমাধানের জন্য আগরতলায় এক বৈঠকে আলোচনা চলছে।
এই ধর্মঘট যাত্রীদের জন্য বড় সঙ্কট তৈরি করেছে, তবে প্রশাসন যদি দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেয়, তাহলে পরিবহন ব্যাবস্থা পুনরায় চালু হতে পারে।