Wednesday, August 6, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই পুর পরিষদের ১১ নং ওয়ার্ডের রাস্তার কাজ নিয়ে অভিযোগ উঠার পর...

খোয়াই পুর পরিষদের ১১ নং ওয়ার্ডের রাস্তার কাজ নিয়ে অভিযোগ উঠার পর সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হতেই কাজ বন্ধ। সেই বন্ধ কাজ খতিয়ে দেখতে পুর চেয়ারম্যান ও পূর্ত দফতরের আধিকারিকরা সর জমিনে তদন্ত।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৪ই মে……খোয়াই পুর পরিষদের ১১ নং ওয়ার্ড তথা খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পেছন থেকে অফিসটিলা পর্জন্ত রাস্তার ও ড্রেনের কাজ সারাই করার ক্ষেত্রে গুনগতমান নিয়ে অভিযোগ করেছিলেন এলাকা বাসি।যার পরিপ্রেক্ষিতে সেই রাস্তাটিকে নিয়ে সংবাদ পরিবেশন করা হয়। এই রাস্তা নিয়ে সংবাদ প্রকাশের পর কাজের ঠিকাদার আশিষ মোদক রাস্তার কাজ করা বন্ধ করে দেন ।এবং বন্ধ করার কারণ জানিয়ে পুর্ত দপ্তরকে জানান তিনি । এই রাস্তার কাজটি বন্ধ কেন তার সরজমিনে পরিদর্শন করতে বুধবার দুপুরে খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা, পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মনোজ দববর্মা থেকে শুরু করে এলাকার কাউন্সিলর রুমা ধর ঘোষ, ২২ নং বুথ সভাপতি রঞ্জিত গোপ সহ কাজের ঠিকাদার আশিস মোদকের সামনেই কাজের গুন গত মান যাতে বজায় থাকে তার জন্য পরিষ্কার নির্দেশ দেন পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা। এছাড়াও তিনি বলেন, এই কাজ সম্পন্ন করতে গিয়ে যাযা ধরা আছে তার সবটাই মেনটেন করে করতে হবে। পাশাপাশি এলাকাবাসীদের কাজের প্রতি নজর রাখতে হবে। কাজের গুণগত মান যাতে বজায় থাকে তা স্পষ্ট বার্তায় বলেন চেয়ারপারসন। পাশাপাশি চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা বলেন এই রাস্তাটি তৈরি ক্ষেত্রে কিছু কিছু জায়গায় অভিযোগ রয়েছে এলাকাবাসীর। এলাকাবাসীর অভিযোগ মূলে ঐসব জায়গা গুলিকে ও সঠিকভাবে মেরামত করার নির্দেশ দেন খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা সহ পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মনোজ দেববর্মা ও। এখন দেখার বিষয় রাস্তার কাজটি সুসম্পন্ন করতে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে সংশ্লিষ্ট দপ্তর সেটাই দেখার বিষয়।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fourteen − 12 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য