Tuesday, July 1, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদরাজ্য থেকে টিবি রোগকে মুক্ত করতে রাজ্য সরকারের পদক্ষেপ গুলিকে জনসমক্ষে তুলে...

রাজ্য থেকে টিবি রোগকে মুক্ত করতে রাজ্য সরকারের পদক্ষেপ গুলিকে জনসমক্ষে তুলে ধরতে জেলা স্বাস্থ্য অধিকারীকের প্রসমিট।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৭শে মার্চ…..সারা দেশ থেকে টিবি রোগকে মুক্ত করতে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী ডাক দিয়েছিলেন। সেই ডাকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা ও সায় দিয়ে এগিয়ে আসেন এবং রাজ্যের তৃনমূল পর্যায়ে যাতে এই রোগ থেকে মুক্তি পায় সেই দিশাতে কাজ করে চলেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর।এই বিষয়কে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুর একটায় খোয়াই জেলা স্বাস্থ্য অধিকারীকের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করেন। উক্ত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য আধিকারিক ডঃ পদ্মরাম জমাতিয়া ও ডক্টর বিক্রম দেববর্মা সহ অন্যান্যরা। জেলা স্বাস্থ্য অধিকারিক টিবি রোগ নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন ২০২৫ সালের মধ্যে খোয়াই জেলাকে টিবি মুক্ত করার লক্ষ্যে বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে । চলতি অর্থবছরে টিবি রোগকে নিমূল করার লক্ষ্যে কি কি কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল সেগুলি বিস্তারিতভাবে তিনি তুলে ধরেন সংবাদ কর্মী দের সামনে। পাশাপাশি জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আরেকটি মোহিত উদ্যোগ গ্রহণ করা হয়। এই দিন মহকুমার বিভিন্ন এলাকায় চলাচল কারি ৪৫ টি অটো গাড়ির পেছনে টিবি রোগ বিষয়ে জনগনকে সচেতন করার লক্ষ্যে টিবি রোগের বিজ্ঞাপনের ষ্টিকার লাগিয়ে দেন জনগনকে সচেতন করার জন্য।এই বিষয়ে ডক্টর বিক্রম দেববর্মা বিস্তারিত ভাবে বলেন জনগণকে সচেতন করার লক্ষ্যেই এই প্রচার। জেলা স্বাস্থ্য অধিকারী তিনি আলোচনা করতে গিয়ে বলেন টিবি রোগ নিমূল এর বিষয়ে এবং টিবি রোগে আক্রান্ত রোগীদের স্বাস্থ্যপরিসেবা এবং ফুড ব্যাগ প্রদানে খোয়াই জেলা স্বাস্থ্য দপ্তর কাজ করে যাচ্ছে দুর্বার গতিতে যাতে করে টিবি রোগকে নির্মূল করা যায় রাজ্য থেকে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

19 − 13 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য