Friday, May 9, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদপ্রয়াত খোয়াই এর সাংবাদিক মানষ ভট্টাচার্যের পরিবারকে আর্থিক ভাবে সাহায্য করতে উনার...

প্রয়াত খোয়াই এর সাংবাদিক মানষ ভট্টাচার্যের পরিবারকে আর্থিক ভাবে সাহায্য করতে উনার বাড়িতে উপস্থিত হলেন সাংবাদিকদের এক প্রতিনিধি দল।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২২ মার্চ..……. আজ থেকে প্রায় এক বছর আগে গত ৩০ এপ্রিল রাত ১১ টায় খোয়াই জেলা হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ৪১ বছর বয়সে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন সাংবাদিক মানস ভট্টাচার্য। মৃত্যুকালে রেখে গিয়েছিলেন ১৮ মাসের মেয়ে আট বছরের পুত্র সন্তান স্ত্রী ও বৃদ্ধ মাকে। মানষ ভট্টাচার্যের মৃত্যুর পর রাজ্যের বিভিন্ন সাংবাদিকরা বিভিন্ন সময়ে মানষ ভট্টাচার্যের পরিবারের পাশে দাঁড়িয়ে যথাসম্ভব সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছে। এমনও দেখা গেছে সাংবাদিকের প্রাণের পর তার পরিবারের ভরণ পোষণ করা একপ্রকার দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। তাই প্রায় সময় সাংবাদিক মানষ ভট্টাচার্যের পরিবারের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন সাংবাদিকদের কাছে সাহায্যের প্রার্থনা করার পাশাপাশি পরিবারের ভরণপোষণের জন্য কোন সুযোগ-সুবিধা দেওয়ার জন্য আবেদন জানাতে থাকেন। শেষে শনিবার দুপুরে প্রয়াত খোয়াই এর সাংবাদিক মানষ ভট্টাচার্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করতে আগরতলা থেকে রাজ্যের বরিষ্ঠ সাংবাদিকরা প্রয়াত সাংবাদিকদের বারিতে যান। এই দিন বরিষ্ঠ সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক সংবাদ ট্রাস্ট বডির চেয়ারম্যান সঞ্জয় পাল, ম্যানেজার মিহির পাল ও বরিষ্ঠ সাংবাদিক প্রণব সরকার। এই দিন দৈনিক সংবাদ ট্রাস্টের পক্ষ থেকে প্রয়াত সাংবাদিক মানষ ভট্টাচার্যের পরিবারের হাতে ১০ হাজার টাকা দিয়ে আর্থিক সাহায্য করা হয়। আগত সাংবাদিকদের প্রতিনিধি দলটি প্রয়াত সাংবাদিকের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং জানান ওরা চেষ্টা করছে যাতে করে এই পরিবারটির জন্য কোন ধরনের সুযোগ সুবিধা করে দেওয়া যায়। সেদিকে তাদের দৃষ্টি রয়েছে। শেষে আগত সাংবাদিকদের প্রতিনিধি দলটি ফিরে যাওয়ার পথে খোয়াই মন্ডল সভাপতি অনুকূল দাসের সাথে সাক্ষাৎ করে প্রয়াত সাংবাদিক মানুষ ভট্টাচার্যের পরিবারের কথা উল্লেখ করেন। এবং প্রতিনিধি দলটি মন্ডল সভাপতি অনুকূল দাসের কাছে আবেদন রাখেন যাতে করে প্রয়াত সাংবাদিক মানুষ ভট্টাচার্যের স্ত্রীকে কোন একটি সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য। এই কথা শোনার পর মন্ডল সভাপতি অনুকূল দাস আগত সাংবাদিকদের আশ্বস্ত করেন যে এই বিষয়টি তিনি গুরুত্বসহকারে দেখবেন এবং অতি সত্য সাংবাদিকের স্ত্রীর জন্য কিছু একটা ব্যবস্থা করে দেবেন। এখন দেখার বিষয় মন্ডল সভাপতি এই বিষয়ে কতটুক সাহায্য করতে পারে প্রয়াত সাংবাদিক মানষ ভট্টাচার্যের পরিবারের প্রতি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

six + 7 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য