বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৫ই মার্চ……..ইতি মধ্যে শেষ হয়ে গেল রাজ্য বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে এবং রাজ্য রাজস্ব বিভাগের আর্থীক সহযোগিতায় সারা রাজ্য ব্যাপী বিপর্যয় মোকাবিলার পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ। এই প্রশিক্ষণ চলছিল গত আটদিন ধরে।এই প্রশিক্ষণ কর্মসুচির অঙ্গ হিসেবে খোয়াই জেলাতে ও খোয়াই শিক্ষা দপ্তরের উদ্যোগে এক দিবসিয় ব্লক ভিত্তিক দূর্যোগ মোকাবিলা বিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এই বিষয়ে খোয়াই জেলা শিক্ষা দপ্তরের বিপর্যয় মোকাবেলা বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডিজাস্টার ম্যানেজমেন্টের ইনচার্জ সৌর প্রতিম শর্মা জানান বিগত ৬ই মার্চ থেকে ১৩ই মার্চ পর্যন্ত খোয়াই জেলার ছয়টি ব্লকেই এই প্রশিক্ষণ সুসম্পন্ন হয়েছে। প্রতিটি ব্লকে দুটি পর্যায়ে এক দিবসিয় ব্লক ভিত্তিক দৃর্যোগ মোকাবেলা বিষয়ক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মসূচিতে খোয়াই জেলা শিক্ষা দপ্তরের অন্তর্গত TTADC ,STATEএর সমস্ত সরকারি , অর্ধসরকারি, বেসরকারি স্কুল মিলিয়ে ৫০৮টি স্কুল থেকে এক জন করে নির্বাচিত শিক্ষক শিক্ষিকাদের ফোকাল পয়েন্ট টিচার হিসেবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।যে যে বিষয়গুলির উপর প্রশিক্ষণ প্রদান করা হয় সেগুলি হল প্রাথমিক চিকিৎসা,মগড্রিল, ফায়ার সেফটি , রোড সেফটি, ভূমিকম্প ও বন্যা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়।যারা পরবর্তী কালে যার যার স্কুলে বিপর্যয় মোকাবিলা সম্বলিত বিভিন্ন কাজ কর্ম সংগঠিত করবেন। তিনি আরো জানান আগামী দিন গুলোতে বিপর্যয় মোকাবেলা বিষয়ে সমাজের সকল অংশের মানুষের মধ্যে জন সচেতনতা বাড়াতে নিত্য নতুন ও অভিনব উদ্যোগ জারি থাকবে।ব্লক ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচিকে সর্বাত্মকভাবে সফল করে তোলার জন্য সৌর প্রতিম শর্মা সমস্ত BRC কোর্ডিনেটর ব্লক প্রজেক্ট কোর্ডিনেটর ,BRP, CRP MASTER TRAINER সহ অন্যান্যদের আন্তর্জাতিক ধন্যবাদ জানান।