তেলিয়ামুড়া প্রতিনিধি:–
খবরে প্রকাশ, তেলিয়ামুড়া থানার এ.এস.আই দ্বিজু চন্দ্র দাস সহ উনার সাঙ্গপাঙ্গ মিলে গামাই বাড়ি এলাকায় বৃহস্পতিবার রাতে পেট্রোলিং-এর নামে রীতিমতো গুন্ডাগিরি প্রদর্শন করে। তেলিয়ামুড়া থানা এলাকায় ওসি রাজিব দেবনাথের স্নেহধন্য এ.এস.আই দ্বিজু চন্দ্র দাস সন্ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে দীর্ঘদিন ধরেই। আজ থেকে মাস কয়েক পূর্বে তেলিয়ামুড়া নেতাজি নগর এলাকায় ভেহিকেল চেকিং এর নামে তুল্লা আদায় করতে গিয়ে হাতেনাতে সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছিল এই গুণধর দ্বিজু। এরপরও অনেক জলঘোলা হওয়ার পর তেলিয়ামুড়া থানায় রীতিমতো বুক ফুলিয়ে কর্তব্য পালন করছে দ্বিজু । সংবাদমাধ্যমে তার বিরুদ্ধে ফলাও করে সংবাদ প্রচারের পরেও কোন এক অজ্ঞাত কারণে ওসি রাজিবের স্নেহধন্য দ্বিজু দিব্যি আরাম-আয়েশে কর্তব্য পালন করছে বলে অভিযোগ।
তবে বৃহস্পতিবার রাতে স্বপন বিশ্বাস নামের এক নিরীহ শ্রমিকের উপর দ্বিজু’র প্রকাশ্যে গুন্ডাগিরিতে তেলিয়ামুড়া থানার খাঁকি বাহিনীর ভূমিকা নিয়ে ছিঃ ছিঃ রব। অভিযোগ, দ্বিজু সহ তার সাঙ্গপাঙ্গরা মিলে নিরীহ শ্রমিকের উপর ব্রিটিশ আমলের কায়দা অবলম্বন করে রীতিমতো লাঠি পেটা এবং রক্তাক্ত করে রাস্তায় ফেলে রাখে। রাজ্যের মুখ্যমন্ত্রী চিকিৎসক মানিক সাহা সহ রাজ্য সরকার যে উন্নত ত্রিপুরার স্বপ্ন দেখছে সেই জায়গায় দাঁড়িয়ে দ্বিজু চন্দ্র দাসের মতো একাংশ ঘুষখোর, অপদার্থ এবং নিষ্কর্মা পুলিশ অফিসারদের বদান্যতায় রাজ্য সরকারের মান-সম্মান যে রীতিমতো ভূ-লুন্ঠিত হচ্ছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। ঘটনার পর পর রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকা স্বপন বিশ্বাস নামের নিরীহ শ্রমিকে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপকের দপ্তরের কর্মীরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা শুরু করে। অন্যদিকে তেলিয়ামুড়া অম্পি সড়ক অবরোধে বসে এলাকার সচেতন নাগরিকেরা। অবরোধ স্থল থেকে স্লোগান ওঠে টাকলু দ্বিজু হায় হায়! ওসি রাজিব হায় হায়! তেলিয়ামুড়া থানা হায় হায়! মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি ড্যামেজ কন্ট্রোলে ময়দানে অবতীর্ণ হয় মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন। তিনি ঘটনা স্থলে পৌঁছে এলাকাবাসী সহ স্বপন বাবুর পরিবারকে আশ্বস্ত করেন ঘটনার সুষ্ঠ তদন্ত করে প্রকৃত দোষীর কঠোর শাস্তি ব্যাবস্থা করা হবে।
তবে ওসি রাজীব দেবনাথের তেলিয়ামুড়া থানার খাঁকি বাহিনীর ভূমিকা নিয়ে জনমনে ছিঃ ছিঃ রব।